ভারত-বাংলাদেশের পারস্পরিক সহযোগিতার ধারা অব্যাহত থাকবেঃ সহকারী হাইকমিশনার
বগুড়া প্রতিনিধিঃ
ভারত-বাংলাদেশের পারস্পরিক সহযোগিতার ধারা অব্যাহত থাকবেঃ সহকারী হাইকমিশনার
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বগুড়ার বিভিন্ন মন্দির পরিদর্শন ও ভক্তদের সাথে মতবিনিময় করলেন ভারতীয় সহকারী হাইকমিশনার সঞ্জিব কুমার ভাট্টি।
মঙ্গল প্রদিপ প্রজ্জলন করে অনুষ্ঠানটির শুভ উদ্বোধন করে তিনি বলেন বাংলাদেশ ও ভারতের মধ্যে সম্প্রীতি ও পারস্পরিক সহযোগিতার ধারা অব্যাহত থাকবে। ১২ই অক্টোবর মঙ্গলবার বেলা এগারোটায় বগুড়ার শেরপুরে রাধা গোবিন্দ ও দুর্গা মন্দির পরিদর্শনকালে তিনি উপরোক্ত কথা বলেন। সঞ্জীব কুমার আরো বলেন, বিগত ৪ দশকের অধিক সময় ধরে দুই দেশের মধ্যে বন্ধুত্বের বন্ধন অটুট রয়েছে।
করোনা মহামারির সময়েও আমরা তার দৃষ্টান্ত স্থাপন করেছি। ভারত সরকারের পক্ষ থেকে ১০৯টি লাইফ সাপোর্ট বিশিষ্ট অত্যাধুনিক অ্যাম্বুলেন্স উপহারের ঘোষণা দিয়েছে। এরই মধ্যে বেশ কিছু অ্যাম্বুলেন্স হস্তান্তর করা হয়েছে। সহযোগিতার এই ধারা অব্যাহত থাকবে বলে উল্লেখ করেন তিনি।এ সময় দুর্গাপূজা উপলক্ষে ২৫০ জন অসচ্ছল ব্যক্তির মাঝে বস্ত্র বিতরণও করেন তিনি।
শ্রী শ্রী রাধা গোবিন্দ মন্দির কমিটির আয়োজনে এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মজিবর রহমান মজনু, পল্লী উন্নয়ন একাডেমির পরিচালক মো. আব্দুল্লাহ আল মামুন, পৌর মেয়র মোঃ জানে আলম খোকা, বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার আহমেদ রাজিউর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ময়নূল ইসলাম, বাংলাদেশ মাইনরিটি ওয়াচের জেলা সভাপতি শ্রী বিকাশ চন্দ্র স্বর্নকার, বগুড়ার জেলা পূজা উদ্যাপন পরিষদের সভাপতি দিলীপ কুমার দেব, সাবেক সভাপতি অমৃত লাল সাহা,থানার ওসি শহিদুল ইসলাম, পূজা উদ্যাপন পরিষদের শেরপুর উপজেলার সভাপতি নিমাই ঘোষ, সাংবাদিক মুনসী সাইফুল বারী ডাবলু প্রমুখ।
অপরদিকে একইদিনে দুপুরে বগুড়া শহরের প্রেসপট্টি সংলগ্ন শ্রীশ্রী নারায়ণ বিগ্ৰ মন্দির পরিদর্শন করেন এবং মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপনের শুভ উদ্বোধন শেষে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। পরে শহরের চেলোপাড়াস্থ শীতলা ও শনি মন্দির পরিদর্শন করেন। সকল মন্দির পরিদর্শন শেষে তিনি রাজশাহীর উদ্দেশ্যে রওনা হন।