জেলার খবর

জয়পুরহাট জেলা স্বেচ্ছাসেবক লীগ ত্রি-বার্ষিক সম্মেলন ২০২১ অনুষ্ঠিত

রনজিত কুমার পাল (বাবু) স্টাফ রিপোর্টারঃ

জয়পুরহাট জেলা স্বেচ্ছাসেবক লীগ ত্রি-বার্ষিক সম্মেলন ২০২১ অনুষ্ঠিত

জয়পুরহাট জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ত্রি-বার্ষিক সম্মেলন ৫ অক্টোবর ২০২১, মঙ্গলবার বিকাল ৩টায় জয়পুরহাট শহীদ ডাঃ আবুল কাশেম ময়দানে অনুষ্ঠিত হয়।

জাতীয় ও দলীয় পতাকা এবং বেলুন উড়িয়ে অনুষ্ঠান উদ্বোধন করেন সংগঠনের সভাপতি জননেতা নির্মল রঞ্জন গুহ। তিনি বলেন, দেশরত্ন জননেত্রী শেখ হাসিনার হাতে গড়া সংগঠন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ হাটি হাটি পা পা করে কর্মনিষ্ঠা ও একাগ্রতার কারণে বাংলাদেশ আওয়ামী লীগের অন্যতম সহযোগী সংগঠনে পরিণত হয়েছে। আজ জয়পুরহাট জেলা স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন। আমি সম্মেলনের সফলতা কামনা করছি।

প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ প্রতিষ্ঠাতা সভাপতি জননেতা কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দিন নাছিম। তিনি বলেন, খুনি জিয়া ও খালেদা জিয়া এই জয়পুরহাটের কুখ্যাত রাজাকার, যুদ্ধাপরাধী আব্দুল আলীমের গাড়িতে মুক্তিযুদ্ধে শহীদের রক্তে ভেজা লাল সবুজের পতাকা তুলে দিয়েছিল।যুদ্ধাপরাধী রাজাকারদের পৃষ্ঠপোষকতা দিয়েছে।

তাদের উত্তরসূরিরা মুক্তিযুদ্ধের চেতনার এবং জননেত্রী শেখ হাসিনা’র বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। বিএনপি জামাত ২০০১ সালে ভোট কারচুপির নির্বাচনে ক্ষমতায় এসে পাকিস্তানী হানাদার বাহিনীর মত একই কায়দায় অগ্নিসংযোগ, ভাংচুর, লুটপাট, সংখ্যালঘু নির্যাতন, খুন, ধর্ষণ এবং দূর্নীতির স্বর্গরাজ্যে পরিণত করেছিল বাংলাদেশকে। তিনি বলেন, বাংলাদেশের মানুষ সন্ত্রাস নয়, শান্তি চায়। এদেশের মানুষ হত্যা ও খুনের রাজনীতিতে বিশ্বাস করে না, সাম্প্রদায়িকতায় বিশ্বাস করে না।

জননেত্রী শেখ হাসিনা’র নেতৃত্বে এই সাম্প্রদায়িক অশুভ শক্তি, দেশ বিরোধী শক্তিকে প্রতিহত করে জাতির পিতার আদর্শের সোনার বাংলা প্রতিষ্ঠা করতে ঐক্যবদ্ধভাবে লড়াই করতে হবে। এ লড়াই চালিয়ে যেতে হবে বহুদূর পর্যন্ত। এই লড়াইয়ে টিকে থাকতে হলে আমাদের প্রধান শক্তি বাংলার জনগণ। জনগণের শক্তি দিয়ে অশুভ শক্তিকে মোকাবেলা করে জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা প্রতিষ্ঠা করবোই করবো। এই আমাদের শপথ, এই আমাদের লক্ষ্য। আদর্শিকভাবে তৈরী হলেই, আমরা এই অপশক্তিকে মোকাবেলা করতে পারবো।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মাননীয় হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি, তিনি বলেন জননেত্রী শেখ হাসিনা আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে যাকেই নৌকা প্রতীকে মনোনয়ন দিবেন, তাকেই নির্বাচিত করা হবে। আমরা শেখ হাসিনার দানের প্রতিদান দিতে চাই।

বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন, বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডাঃ রোকেয়া সুলতানা, অ্যাড. শামসুল আলম দুদু এমপি, জয়পুরহাট জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান আরিফুর রহমান রকেট, সাধারণ সম্পাদক জাকির হোসেন মন্ডল।

প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, সংগঠনের সাধারণ সম্পাদক জননেতা আফজালুর রহমান বাবু। তিনি বলেন, জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশকে ডিজিটাল করেছেন বলেই আজকের এই সম্মেলন সারা পৃথিবীর মানুষ যে যেখানেই আছে, সেখানে থেকেই দেখতে পাচ্ছে। তিনি আরও বলেন জননেত্রী শেখ হাসিনার নির্দেশে সংগঠনের সভাপতি জননেতা নির্মল রঞ্জন গুহ’র নেতৃত্বে সারাবাংলাদেশে সেবামূলক কর্মকান্ডের মাধ্যমে স্বেচ্ছাসেবক লীগ আজ একটি মানবিক সংগঠনে পরিণত হয়েছে।

আরও বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় সহ-সভাপতি ম. আব্দুর রাজ্জাক, প্রকৌশলী তানভীর শাকিল জয় এমপি, সাংগঠনিক সম্পাদক শাহ্ জালাল মুকুল, কার্যনির্বাহী সদস্য মোহাম্মদ ফয়সাল আহমেদ।

উপস্থিত ছিলেন গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক কে এম মনোয়ারুল ইসলাম বিপুল, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক শাকিল আহমেদ জুয়েল, উপ—মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক আসাদুজ্জামান আসাদ। সভাপতিত্ব করেন জয়পুরহাট জেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি প্রভাষক এ ই এম মাসুদ রেজা, সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক খোরশেদ আলম সৈকত। আরও উপস্থিত ছিলেন স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের বিপুল সংখ্যক নেতাকর্মী।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button