গলাচিপায় রিতা রাণীর উপর হামলার প্রতিবাদে হিন্দু মহাজোটের মানব বন্ধন
পটুয়াখালী জেলার গলাচিপা উপজেলার বকুল বাড়িয়া ইউনিয়নের রিতা রানী মালাকারের উপর নৃশংসভাবে হামলা ,কুপিয়ে মাথায় জখম ও মন্দির ভাংচুর সহ পরিবারের অন্যান্য সদস্যদের পিটিয়ে আহত করার প্রতিবাদে ও অপরাধীদের দৃষ্টান্তমুলক শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ।
১৯ মে ২০২১ রোজ বুধবার সকালে গলাচিপা কেন্দ্রীয় কালি মন্দির এর সামনে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট এর পক্ষ থেকে এই মানববন্ধন এর আয়োজন করা হয়।
এতে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট,হিন্দু স্বেচ্ছাসেবক মহাজোট,হিন্দু ছাত্র মহাজোট গলাচিপা উপজেলার সকল নেতৃবৃন্দ।
বক্তব্য রাখেন পটুয়াখালী জেলা হিন্দু স্বেচ্ছাসেবক মহাজোট এর আহ্বায়ক বিশ্বজিৎ রায়,পটুয়াখালী জেলা হিন্দু ছাত্র মহাজোট এর আহ্বায়ক শুভংকর মন্ডল সহ আরো স্থানিয় নেতৃবৃন্দ।
বক্তাগন বলেন গলাচিপা উপজেলার বকুল বাড়িয়া ইউনিয়নের ৭ নং ওয়ার্ড এর ছোনখোলা গ্রামের মালাকার বাড়ির রাধাগোবিন্দ মন্দির ভাংচুর ,রিতা রানী মালাকারকে কুপিয়ে জখম ও মন্দিরের পুরোহিত সহ অনেকেই আহত হয়েছে।
বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট এর পক্ষ থেকে এর সুষ্ঠ বিচার ও ক্ষতিপুরন এর দাবী যানান।