জেলার খবর

জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে নিসচা ধামরাই শাখার উদ্যোগে ট্রাফিক সপ্তাহ-২০২১ পালিত

রনজিত কুমার পাল (বাবু) স্টাফ রিপোর্টারঃ

জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে নিসচা ধামরাই শাখার উদ্যোগে ট্রাফিক সপ্তাহ-২০২১ পালিত

দেশের শীর্ষ পর্যায়ের জাতীয় সামাজিক আন্দোলন এর সংগঠন নিরাপদ সড়ক চাই (নিসচা) ধামরাই শাখার উদ্যোগে সড়ক দুর্ঘটনা রোধ কল্পে মাসব্যাপী কার্যক্রমের অংশ হিসেবে ট্রাফিক সপ্তাহ পালন করা হয়েছে।

মাসব্যাপী কার্যক্রমের অংশ হিসেবে ১লা অক্টোবর হতে সপ্তাহ ব্যাপী ঢাকা-আরিচা মহাসড়ক সহ ধামরাইয়ের গুরুত্বপূর্ণ বিভিন্ন বাজারে একটানা ৭ দিনের ট্রাফিক কার্যক্রম পরিচালনা করেছেন নিরাপদ সড়ক চাই (নিসচা) সংগঠনের ধামরাই উপজেলা শাখার সকল সদস্যবৃন্দ।

উল্লেখ্য-১৯৯৩ সালের ২২শে অক্টোবর বাংলাদেশের চলচিত্রের জনপ্রিয় নায়ক ইলিয়াস কাঞ্চনের প্রিয়তমা স্ত্রী মরহুমা জাহানারা কাঞ্চন মারা যান। তার মৃত্যুর পর সড়ক দুর্ঘটনা রোধ কল্পে সামাজিক আন্দোলনের ডাক দেন নিরাপদ সড়ক চাই নিসচার স্বপ্ন দ্রষ্টা ও প্রতিষ্ঠাতা চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন। এ’আন্দোলন আজ জাতীয় আন্দোলনে পরিনত হয়েছে।

নিসচার প্রতিষ্ঠাতা চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন জানেন এ’আন্দোলনের বিনিময়ে তার প্রিয়তমা স্ত্রী বা তার সন্তানদের মা আর ফিরে আসবে না কিন্তু তিনি চান সড়ক দুর্ঘটনায় আর যেন কোন পরিবারের সদস্য প্রাণ না হারান বা পঙ্গু হয়ে ঘরে না পড়েন,বা দুর্ঘটনায় কবলে কেউ যেন না পড়েন। তাই নিরাপদ সড়ক চাই নিসচা সংগঠন গড়ে তুলেছেন। এই সংগঠন দুর্ঘটনা রোধে দীর্ঘ ২৮ বছর যাবত নানা কর্মসূচি পালন করে যাচ্ছে নিসচার বিভিন্ন শাখার সদস্যরা।

দীর্ঘ আন্দোলনের ফল হিসেবে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক মরহুমা জাহানারা কাঞ্চন এর মৃত্যুর দিন ২২শে অক্টোবর জাতীয় নিরাপদ সড়ক দিবস ঘোষণা করেন। তাই প্রতি বছর নিসচার দেশ-বিদেশের সকল শাখা সংগঠন মাসব্যাপী নানা কর্মসূচি হাতে নিয়ে সড়ক দুর্ঘটনা রোধ কল্পে কাজ করে যাচ্ছেন।

তারই ধারাবাহিকতায় নিরাপদ সড়ক চাই ধামরাই উপজেলা শাখার মাসব্যাপী কার্যক্রমের ১ম ধাপের তালিকায় ছিল ট্রাফিক সপ্তাহ পালন। ৭দিন ব্যাপী এই কার্যক্রম শেষ করেছেন নিসচার ধামরাই উপজেলা শাখার সদস্যরা।
জানা গেছে- উপজেলার ঢাকা-আরিচা মহাসড়কের ঢুলিভিটা বাসস্ট্যান্ড,আমতলা বাজার,ধামরাই পৌর বাজার এলাকা এবং কালামপুর এলাকায় ট্রাফিক কার্যক্রম পরিচালনা করেছেন।

এ’বিষয়ে নিরাপদ সড়ক চাই নিসচার ধামরাই উপজেলা শাখার সভাপতি মোঃ নাহিদ মিয়া বলেন-সড়ক দুর্ঘটনা রোধ কল্পে নিসচা ধামরাই শাখার সদস্যরা নানা কর্মসূচি হাতে নিয়েছে ইতিমধ্যে ট্রাফিক সপ্তাহ পালনের মধ্য দিয়ে ১ম ধাপের কার্যক্রম সম্পূর্ণ করা হয়েছে।

৮ই অক্টোবর শুক্রবার থেকে শুরু হবে বিভিন্ন কার্যক্রম।আমরা চাই আমাদের উপজেলার আওতাধীন এলাকায় যেন আর কোন সড়ক দুর্ঘটনা না ঘটে।এ’বিষয়ে আমরা স্বেচ্ছাসেবী সংগঠন হয়েও সড়কে দুর্ঘটনা রোধ কল্পে কাজ করে যাচ্ছি।

এ’সমস্যা দীর্ঘ দিনের তাই স্হানীয় পুলিশ প্রশাসন, রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধিহন,গাড়ির মালিক, শ্রমিক,যাত্রী,পথচারী সহ সর্বমহলের সম্মিলিত প্রচেষ্টায় আমরা আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারব-এটাই আমরা প্রত্যাশা করছি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button