ধামরাই পৌরসভার নির্বাচনে প্রতীক বরাদ্দের পর জমে উঠেছে নির্বাচনী প্রচারণা।
রনজিত কুমার পাল (বাবু) স্টাফ রিপোর্টারঃ
ধামরাই পৌরসভার নির্বাচনে প্রতীক বরাদ্দের পর জমে উঠেছে নির্বাচনী প্রচারণা।
আসন্ন ঢাকার ধামরাই পৌরসভার নির্বাচন ২৮শে ডিসেম্বর উপলক্ষে ১১ই ডিসেম্বর প্রতিক বরাদ্দের পর থেকে জমে উঠেছে ধামরাই পৌরসভার মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের ব্যাপক প্রচারণা। প্রতিক বরাদ্দ দেয়া হয়েছে ৩ জন মেয়র প্রার্থী, ৩৫ জন কাউন্সিলর প্রার্থী ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থী ৯ কাউন্সিলর প্রার্থীদের।
এর মধ্যে ৩ জন কাউন্সিলর প্রার্থী তাদের প্রার্থী তাদের প্রার্থীতা প্রত্যাহার করে নিয়েছেন তারা হলেন ৪নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী তোবারক হোসেন কামাল, ৬নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী সাদ্দাম হোসেন ও ৮নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী মর্জিনা বেগম।
এদিন ৯নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থীর পক্ষে হোন্ডা চালিয়ে আচরন বিধি লঙ্ঘন করায় ধামরাই থানা পুলিশ ৫টি হোন্ডা জব্দ করে। পরবর্তীতে মুচলেকা দিয়ে হোন্ডা ছাড়িয়ে নিয়ে যায়।
ধামরাই পৌরসভা এলাকায় সাদা কালো পোস্টারে আকাশ ছেয়ে গেলে। পৌর এলাকার প্রতিটি ওয়ার্ডের অলিগলিতে বাড়িতে বাড়িতে গিয়ে প্রার্থীগন ভোট প্রার্থনা করে চলেছেন।
এবারের ধামরাই পৌরসভার নির্বাচনে মোট ভোটার ৪২৬৪৪ জন।
ধামরাই পৌরসভা নির্বাচনের সাধারণ ওয়ার্ড সংখ্যা ৯, মোট সংরক্ষিত আসন সংখ্যা ৩, মোট ভোট কক্ষের সংখ্যা ১০৮, এবং ১৯/১১/২০২০ তারিখ পর্যন্ত হালনাগাদকৃত ভোটার সংখ্যা ৪২৬৪৪ জন এর মধ্যে মহিলা ভোটার ২২০৬৫ জন, পুরুষ ভোটার ২০৫৭৯ জন ভোটার এ’নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করতে পারবে।
ধামরাই পৌরসভা নির্বাচনে মেয়র পদে প্রার্থী হিসেবে ৩ জন মেয়র পদে দলীয় প্রতীকে নির্বাচনে অংশ গ্রহণ করছেন তাহারা হলেন আওয়ামী লীগ মনোণীত প্রার্থী আলহাজ্ব গোলাম কবির মোল্লা নৌকা প্রতিক, জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত দেওয়ান নাজিম উদ্দিন মঞ্জু ধানের শীষ প্রতীক, ইসলামী আন্দোলন বাংলাদেশ, ধামরাই পৌর শাখার সাধারণ সম্পাদক কারি মোঃ শওকত আলী হাত পাখা প্রতীক।
আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীক এর প্রার্থী আলহাজ্ব গোলাম কবীর মোল্লা বলেন আমি বিগত পাঁচ বছরে ব্যাপক উন্নয়ন মূলক কাজ করেছি যা পৌরবাসী ভোগ করিতেছে। রাস্তা,ঘাট,ব্রিজ ড্রেনেজ ব্যবস্হা সহ আলোকিত ধামরাই গড়ে তুলেছি। নৌকা উন্নয়ন, অগ্রগতি ও স্বাধীনতার প্রতিক। তাছাড়াও বৈশ্বিক মহামারী নোভেল করোনা ভাইরাস কোভিড-১৯ প্রাদুর্ভাব এর সময় নিজের জীবন বিপন্ন করে জনগনের জীবন করোনার সংক্রমণ থেকে মুক্ত রাখতে দিন-রাত নিরলস ভাবে কাজ করেছি।
তাদের খাদ্য উপকরণ বিতরণ সহ সামগ্রিক কার্যক্রম পরিচালনা করেছি। তাই জনগন আবারও আমাকে ভোট দিয়ে মেয়র নির্বাচিত করে উন্নয়ন কার্যক্রম অব্যাহত রাখতে ও তাদের সেবা করার সুযোগ করে দিবে বলে আমি মনে প্রানে বিশ্বাস করি। ১১তারিখ বিকেলে নৌকা প্রতিকের আ’লীগ মনোনীত প্রার্থীর অফিস রুম উদ্বোধন করা হয়।
বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী আলহাজ্ব দেওয়ান নাজিম উদ্দিন মঞ্জু বলেন আমি মেয়র থাকাকালে জনগনের জন্য ব্যাপক কাজ করেছি বিভিন্ন মসজিদ, মন্দিরের এর ব্যাপক উন্নয়ন মূলক কাজ করেছি। তাদের পবিত্র আমানত ভোট প্রদান করতে পারলে আমি বিপুল ভোটের মাধ্যমে বিজয়ী হবো।
ইসলামী আন্দোলন বাংলাদেশ এর প্রার্থী কারী মোঃ শওকত আলী বলেন এ’নির্বাচনে জনগন তাকে ভোট দিয়ে মেয়র নির্বাচিত করবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
সব প্রার্থীই তাদের প্রচারণা অব্যাহত রেখে চলেছেন বিরামহীন ভাবে।