বগুড়ায় কৃষকের বাগানের কলার ছড়িতে মেডিসিন স্প্রে করে ২শতাধিক কলা নষ্ট করার অভিযোগ
বগুড়া প্রতিনিধিঃ
বগুড়ায় কৃষকের বাগানের কলার ছড়িতে মেডিসিন স্প্রে করে ২শতাধিক কলা নষ্ট করার অভিযোগ
বগুড়ার শিবগঞ্জ উপজেলার শিবগঞ্জ ইউনিয়নের ছোট নারায়নপুর গ্রামের কৃষক রফিকুল ইসলামের কলা বাগানে শত্রুতা বসত রাতের আঁধারে কলাপাকা মেডিসিন ঔষধ স্প্রে করে ২ শতাধিক কলার ছড়ি নষ্ট করে ফেলার অভিযোগ পাওয়া গেছে।
জানা গেছে, কৃষক রফিকুল ইসলামের ২ শতাধিক কলা বাগানের কলার ঘাউর আর মাত্র এক মাস পরেই পুরাপুরি ভাবে বিক্রির উপর্যুক্ত হবে। ঠিক সেই মুহূর্তে রাতে আঁধারে কলা পাকা্য মেডিসিন ঔষধ স্প্রে করে প্রায়ি লক্ষাধিক টাকার কলা নষ্ট করে ফেলেছে। এব্যাপারে কৃষক রফিকুল ইসলাম বলেন, একই গ্রামের মৃত বিশে শেখের ছেলে লছির শেখ এর সঙ্গে দীর্ঘদিন যাবত জমি-জমা নিয়ে বিরোধ চলে আসছে।
তবে আমার ধারনা যে, সেই রাতের আঁধারে পূর্বের শত্রুতা বসত আমার কলা বাগানের কলার ঘাউরে কলা পাকার মেডিসিন ঔষধ স্প্রে করে ১ লক্ষাধিক টাকার ক্ষতি সাধন করেছে। বর্তমানে বাগানের কলাগুলো পেকে নষ্ট হয়ে যাচ্ছে।