জেলার খবর

সাংবাদিক মুজাক্কির হত্যার প্রতিবাদে সেনবাগে মানববন্ধন অনুষ্ঠিত

মোঃ ফখর উদ্দিন, নোয়াখালী প্রতিনিধিঃ

সাংবাদিক মুজাক্কির হত্যার প্রতিবাদে সেনবাগে মানববন্ধন অনুষ্ঠিত

নোয়াখালীর চাপরাশিরহাটে গুলিতে নিহত সাংবাদিক মুজাক্কির হত্যায় জড়িতদের গ্রেফতার ও শাস্তির দাবীতে সেনবাগের সকল সাংবাদিকবৃন্দের উদ্যোগে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।সোমবার দুপুরে সেনবাগ পৌর শহরের থানার মোড়ে ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচিটি সমাবেশে রুপ নেয়।

এতে গণমাধ্যম কর্মী ছাড়াও নানা শ্রেণী পেশার প্রতিনিধিরা সংহতি প্রকাশ করেছেন। সাংবাদিক মুজাক্কির হত্যা সহ দেশের বিভিন্ন স্হানে নিহত গণমাধ্যম কর্মীদের শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা ও দোয়া জানিয়ে ন্যাক্কারজনক ঘটনার তীব্র নিন্দা জানানো হয়।এ সময় বক্তব্য রাখেন,সাংবাদিক খোরশেদ আলম(ইত্তেফাক),এম আউয়াল(মানবজমিন),সেনবাগ বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি হাজী আমান উল্যা, মুক্তিযোদ্ধা মুহাম্মদ আবু তাহের,মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক হাজী মনিরুল ইসলাম,চট্রগ্রামস্হ সেনবাগ পেশাজীবী পরিষদের সভাপতি ফিরোজ আলম চৌধুরী রিপন,আ’ আ’লীগ নেতা নাজমুল হুদা মাসুদ,সাংবাদিক সাখাওয়াত উল্যা(আমার দেশ), জাহাঙ্গীর আলম(এশিয়ান টিভি),সহিদুল ইসলাম (এসএ টিভি),ফখরুদ্দিন মোবারকশাহ রিপন(খোলা কাগজ),নুর হোসাইন সুমন (যায়যায়দিন),ফিরোজ আলম রিগান(সমকাল),মোঃ হারুন(খবরপত্র),মানোয়ার হোসেন(গণবার্তা),আমির হোসেন লিটন(আমাদের সময়) প্রমুখ।

বক্তারা সারা দেশে সাংবাদিকদের হত্যা, নির্যাতন, নিপীড়ন বন্ধের জোর দাবী জানান।মানববন্ধন ও সমাবেশে গণমাধ্যমকর্মীদের মধ্যে কাজী ফখরুল ইসলাম(ইনকিলাব),মোঃ ফখর উদ্দিন (আলোকিত সকাল),জাহাঙ্গীর আলম (যুগান্তর),ডা: মো: ইব্রাহিম(সংবাদ),আলমগীর ননী(মানবকন্ঠ),বশির উদ্দিন(আলোকিত বাংলাদেশ),মো: ফরহাদ হোসেন সেলিম(আমাদের নতুন সময়),গিয়াস উদ্দিন স্বপন(ভোরের কাগজ),সাংস্কৃতিক কর্মী মোস্তাফিজুর রহমান মিলন,মাষ্টার বাবুল ছাড়াও শিক্ষক,ব্যবসায়ী,সাংস্কৃতিক কর্মী,রাজনীতিক নেতৃবৃন্দ সহ সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্হিত ছিলেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button