করোনা থেকে মুক্তি চেয়ে ইনকিলাব কার্যালয়ে দোয়া
বিশ্বব্যাপী করোনাভাইরাস মহামারী থেকে আশরাফুল মাখলুকাত মানবজাতির নাজাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়েছে দৈনিক ইনকিলাব কার্যালয়ে। গতকাল বিকেল ৩টায় আয়োজিত দোয়ায় মহান আল্লাহ তা‘আলার কাছে নিজেদের গুনাহের জন্য তাওবাহ করে দোয়া পরিচালনা করেন সহকারী সম্পাদক এ কে এম ফজলুর রহমান মুনশী। বার্তা কক্ষে সামাজিক দূরত্ব বজায় রেখে আয়োজিত দোয়ায় শরিক হন ইনকিলাবের বার্তা সম্পাদক সাকির আহমদ, সহকারী সম্পাদক আবদুল মান্নান মুনশী, কামরুল হাসান দর্পণ, মফস্বল সম্পাদক আলম শামস, ডিইউজে ইনকিলাব ইউনিট চিফ মুহাম্মদ সানাউল্লাহ, আব্দুস সালাম, একলাছুল হক, তানযিলুর রহমান তুষার, নাদিম নেওয়াজ, রুহল আমিনসহ প্রিন্ট ও অনলাইন ভার্সনে কর্মরত সাংবাদিক ও কর্মকর্তা-কর্মচারীরা।
দোয়া-পূর্ব সংক্ষিপ্ত বক্তব্যে মাওলানা এ. কে. এম. ফজলুর রহমান মুনশী বলেন, পৃথিবীতে আল্লাহ তা‘আলার সৃষ্টজীবের মধ্যে আশরাফুল মাখলুকাত হচ্ছে মানুষ। কোন সৃষ্টজীবই করোনাভাইরাসের মহামারী টের পাচ্ছে না একমাত্র মানুষ ছাড়া। পবিত্র কোরআনের সূরা রূমের ৪১ নং আয়াত উদ্ধৃত করে তিনি বলেন, স্থলে এবং পানিতে যে বিপর্যয় দেখা দিয়েছে তা মানুষের স্বহস্তের অর্জন। তিনি বলেন, মানুষ কুরআন থেকে দূরে সরে গেছে।
পৃথিবীতে বিপর্যয় দেখা দিলে আল্লাহর কাছে তা দূর করার জন্য ক্ষমা চেয়ে দোয়া না করে তা মোকাবেলার কথা বলা হয়। তিনি বলেন, আল্লাহর গজব-আজাবকে তার কোন মাখলুক মোকাবিলা করতে পারে না। একমাত্র তার কাছে আত্মসমর্পণ করে তার কাছেই মুক্তি চাইতে হবে।
আজ রোববারের পূর্ণগ্রাস সূর্যগ্রহণের প্রসঙ্গ উল্লেখ করে জনাব মুনশী বলেন, ২০১৯ সালের ২৬ ডিসেম্বর পৃথিবীতে এর আগের পূর্ণগ্রাস সূর্যগ্রহণ হয়। তারপর থেকেই পৃথিবীব্যাপী মহামারী আকারে ছড়িয়ে পড়ে করোনাভাইরাস। আজ পর্যন্ত এর স্বরূপ কারো পক্ষে উন্মেচন করা সম্ভব হয়নি। কিয়ামত পর্যন্ত চেষ্টা করেও সারাবিশ্বের মানুষ সক্ষম হবে না। তিনি বলেন, আজ রোববারের সূর্য গ্রহণের সাথে সাথে আল্লাহ তা‘আলা যেন পৃথিবী থেকে করোনাভাইরাস দূর করে দেন তার জন্য সকল মানুষকে নিজ নিজ গুনাহের জন্য তাওবাহ করে আল্লাহর কাছে দোয়া করতে হবে। নইলে হয় তো পৃথিবীব্যাপী আরো বড় ধরনের বিপর্যয় নেমে আসতে পারে বলে তিনি আশঙ্কা ব্যক্ত করেন।