ধামরাইয়ে বালিয়া ইউনিয়নের সুত্রাপুর গ্রামে আব্দুল গনি সুমনের টর্চার সেলের নির্যাতনের বিরুদ্ধে এলাকাবাসির মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ
রনজিত কুমার পাল (বাবু) স্টাফ রিপোর্টারঃ
ধামরাইয়ে বালিয়া ইউনিয়নের সুত্রাপুর গ্রামে আব্দুল গনি সুমনের টর্চার সেলের নির্যাতনের বিরুদ্ধে এলাকাবাসির মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ
ঢাকার ধামরাই উপজেলার বালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এর প্রিয় পাত্র আব্দুল গনি সুমন পরিচালিত চাঁদাবাজ সন্ত্রাসী ও টর্চার সেলে নিয়ে নির্যাতনকারী গণি,ধলা মিয়াদের বিরুদ্ধে এলাকাবাসির বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে।
অভিযোগ উঠেছে ধামরাই উপজেলার কৃষকলীগের সভাপতি ও বালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আহম্মদ হোসেনের প্রিয় পাত্র এলাকার গণি, ধলা মিয়া,সহ এক দল সন্ত্রাসী স্থানীয়দের জমি দখল, জোড় করে মাটি কেটে নেওয়া,সাধারণ মানুষদের ধরে নিয়ে তাদের টর্চার সেলে নিয়ে মারপিট করে লাথ লাখ টাকা আদায়ের করার অভিযোগ করে। টাকা না পেলে হত্যার হুমকি দিয়ে গোটা এলাকায় চরম আতংকের সৃষ্টি করছে।
এ’ব্যাপারে এলাকাবাসি তাদের বালিয়া ইউপি চেয়ারম্যান আহম্মদ হোসেনের কাছে বিচার প্রার্থনা করে কোনো সুরাহা না পেয়ে আজ এই মানব বন্ধন সহ বিভিন্ন কর্মসুচি পালন করেছে।টর্চার সেল ও চাদাবাজি, অন্যের জমি জোড় করে দখল ও মাটি কেটে নিয়ে যাওয়া বন্ধের দাবী করে ।এমন কি এই সন্ত্রাসীরাই এলাকাবাসির বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে বলে অভিযোগ করে বিক্ষোভকারীরা।
নুরজাহান বেগম,(৮০)বলেন তার ছেলে সোনা মিয়াকে গণি, জাহাঙ্গীর, ধলা মিয়া সহ কয়েক জনে ধরে নিয়ে তাদের টর্চার সেলে। সেখানে সোনা মিয়াকে বেধড়ক পিটিয়ে আহত করে ২ লাথ টাকা আদায় করে নেয়।এরপরে আরো ৫ লাখ টাকা না দিলে প্রাণে মেরে ফেলার হুমকি দেয় বলে জানান।
স্থানীয় সাঈদুর রহমান বলেন বহিস্কৃত আওয়ামীলীগ নেতা গণি ,জাহাঙ্গীর, ধলু বাহিনী এলাকাবাসির উপর চরম জুলুম নির্যাতন ,চাঁদাবাজি শুরু করেছে। তার নিজের ৩৫ শতাংশ জমি জোড় করে দখল করে নিয়েছে। ভয়ে তারা কিছু বলতে পারছেনা। এ কারনে আজ হাজার হাজার নারী পুরুষ এই প্রতিবাদী মানব বন্ধন করছেন বলে জানান।
স্থানীয় আওয়ামীলীগ নেতা ও বিক্ষোভ কারীরা শান্তি কমিটির সভাপতি মজিবর রহমান বলেন অবিলস্বে এই সন্ত্রাসী চাঁদাবাজদের আইনের আওতায় নিয়ে দৃষ্টান্ত মুলক শাস্তি দাবী জানায়।
সুত্রাপুর জামে মসজিদের সভাপতি বলেন অনেক দিন ধরে এলাকার গণি একটি সন্ত্রাসী বাহিনী গঠন করে এই সন্ত্রাসী কর্মকান্ড চালাচ্ছে। তিনি বলেন আমাদের পীঠ দেয়ালে ঠেকেছে। এর বিচার হওয়া উচিৎ।
বুধবার (১৫ই সেপ্টেম্বর) সকাল ১০.৩০ মিনিটে, ঢাকা ধামরাইয়ে বালিয়া ইউনিয়নের সূত্রাপুর গ্রামে আব্দুল গণি সুমনের টর্চার সেলও নির্যাতনের বিরুদ্ধে এলাকাবাসী বালিয়া চৌরাস্তা মোরে এক বিশাল মানববন্ধন করেন।
সন্ত্রাসী কর্মকাণ্ড চাঁদাবাজ, জমি দখল ও টর্চারসেলে নিয়ে লাখ লাখ টাকা আদায়ের প্রতিবাদে বালিয়া ইউপির বাস্তা সহ কয়েকটি গ্রামের সহস্রাধিক নারী পুরুষের মানব বন্ধন ,বিক্ষোভ কর্মসূচি পালন করেছে। বিক্ষোভ কারীরা সকাল সাড়ে দশটা থেকে দুপুর একটা পর্যন্ত দুই ঘন্টাব্যাপী ধামরাই টাংগাইল সড়ক অবরোধ করে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করে। বিক্ষোভকারীরা বিভিন্ন এলাকা থেকে দলে দলে ব্যানার নিয়ে সন্ত্রাসীদের কালো হাত ভেঙ্গে দাও, সন্ত্রাসীদের গ্রেফতারের দাবী সম্বলিত শ্লোগান দিতে থাকে।
এসময় আরো বক্তব্য রাখেন বালিয়া ইউনিয়ন আওয়ামীলীগ এর সাংগঠনিক সম্পাদক জনাব মোঃ মজিবর রহমান তিনি বলেন কিছুদিন আগে আমরা গনি সুমনকে দল থেকে বহিষ্কার করেছি তার দূরর্নীতি অনিয়মের কারন জানতে পেরে ধামরাই এর মাটি ও গণমানুষের নেতা বীর মুক্তিযোদ্ধা জনাব বেনজীর আহমদ তাকে দল থেকে বহিষ্কার করে। তিনি বলেন অপরাধ যেই করুক তার শাস্তি হবেই সে যে দলেরই হোক না কেন। এসময় আরো বক্তব্য রাখেন এলাকার গণ্যমান্য ব্যক্তিরা।
বিক্ষোভ ও মানববন্ধন চলা কালে কাওয়ালী পাড়া পুলিশ ফাঁড়ির এক দল পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রনে সর্বদা সতর্ক অবস্থান গ্রহণ করেছিলেন।