শিক্ষার্থীদের পদচারনায় আবারো মুখরিত বাঁশখালীর শিক্ষাঙ্গন।
এনামুল হক রাশেদী, বাঁশখালী উপজেলা প্রতিনিধি-(চট্টগ্রাম)
শিক্ষার্থীদের পদচারনায় আবারো মুখরিত বাঁশখালীর শিক্ষাঙ্গন।
বিশ্বব্যাপী করোনা মহামারীর কারনে প্রায় দেড় বছর পর সরকার দেশের শিক্ষা প্রতিষ্টান সীমিত আকারে খোলার নির্দেশ দেওয়ার পর আজ ১২ সেপ্টেম্বর’২১ ইং রোববার সরকারের বিধি-নিষেধ ও নিয়ম-নীতি অনুসরন করে খোলার পর ছাত্র-ছাত্রীদের কোলাহলে মূখরিত হয়ে উঠেছে বাঁশখালী শিক্ষা প্রতিষ্টানগুলো।
১২ সেপ্টেম্বর’২১ ইং রোববার সকাল থেকে উপজেলার প্রধান সড়ক সহ বিভিন্ন ইউনিয়নের অলি-গলি স্কুল-কলেজ ও মাদ্রাসাগামী ছাত্র-ছাত্রীদের রঙ্গিন পোশাকে ঝল-মল করে উঠেছে। উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্টান ঘুরে দেখা গেছে ছাত্র-ছাত্রীদের চোখে মুখে প্রানচঞ্চল মনোভাব, আর শিক্ষক মন্ডলীদের ব্যস্ত সময় অতিবাহিত করতে দেখা গেছে পরিস্থিতির আলোকে সরকারের স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে আরোপিত বিভিন্ বিধি-নিষেধ ও নিয়ম-নীতি অনুসরন করে ছাত্র-ছাত্রীদের ক্লাশরুমে বসার আয়োজন করতে।
শিক্ষাপ্রতিষ্ঠান খোলার প্রথম দিকে প্রাথমিক বিদ্যালয়ে পিএসসি পরিক্ষার্থী ও পঞ্চম শ্রেনীর ছাত্র-ছাত্রীদের সাথে অন্য আরেকটি শ্রেনী এবং মাধ্যমিক স্তরে জেএসসি/জেডিসি’র সাথে অন্য আরেকটি শ্রেনীর ক্লাশ নেওয়ার কথা থাকলেও শিক্ষা প্রতিষ্টান খোলার প্রথম দিনে সকল শিক্ষা প্রতিষ্টানে প্রায় সকল শ্রেনীর ছাত্র-ছাত্রীদের উপস্থিতির ঢল ভেঙ্গেছিল। শিক্ষক-শিক্ষিকারা তাড়াহুড়ো করে নির্ধারিত শ্রেনীর ছাত্র-ছাত্রীদের রেখে বাকিদের ঘোষনা শুনিয়ে দিয়ে দ্রূত ছুটি দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয়।
সকাল ১১ টার সময় উপজেলার গন্ডামারা ইউনিয়নের গন্ডামারা বড়ঘোনা উচ্চ বিদ্যালয় ও বড়ঘোনা সরকারী প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে দেখা যায় শিক্ষক-শিক্ষিকারা ছাত্র-ছাত্রীদেরকে শারিরীক দূরত্ব বজায় রেখে বসিয়ে স্কুল থেকে মাস্ক বিতরন করছিল। সকল শিক্ষার্থিরা মুখে মাস্ক পরে স্বাস্থ্যবিধি মেনে ক্লাশে মনোনিবেশ করতে দেখা গেছে প্রায় সকল প্রাথমিক বিদ্যালয়, উচ্চ বিদ্যালয়, দাখিল মাদ্রাসা, সিনিয়র মাদ্রাসায়। প্রায় সকল শিক্ষা প্রতিষ্টানের আঙ্গিনা ছিল।