রূপগঞ্জে চাষীদের মাঝে বিনামূল্যে পাট বীজ, সার ও নগদ সহায়তা বিতরণ
বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীকের নিজ নির্বাচনী এলাকা রূপগঞ্জে চাষীদের মাঝে বিনামূল্যে পাট বীজ, সার ও নগদ সহায়তা বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) দুপুরে রূপগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে মন্ত্রী চাষীদের মাঝে এসব বিতরণ করেন।
এসময় মন্ত্রী বলেন, পাটের সুদিন ফিরে এসেছে। পাটচাষীরা এবার পাটের ভালো দাম পেয়েছে। সবাইকে পাট চাষে এগিয়ে আসতে হবে।
এসময় রূপগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব শাহজাহান ভুঁইয়া,উপজেলা নির্বাহী অফিসার শাহ্ নুসরাত জাহান, ভাইস চেয়ারম্যান সোহেল আহমেদ ভুঁইয়া, মহিলা ভাইস চেয়ারম্যান সৈয়দা ফেরদৌসী আলম নীলা, মুড়াপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তোফায়েল আহমেদ আলমাছ, রূপগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছালাউদ্দিন ভুঁইয়া, কায়েতপাড়া ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি আলহাজ্ব জাহেদ আলী, ইউপি সদস্য বজলুর রহমান, রেহেনা আক্তার, লাভলী মানিকসহ অনেকে। এর আগে বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক রূপগঞ্জ উপজেলা পরিষদের মাসিক সভায় যোগদান করেন।