জেলার খবর

কপিলমুনিতে হাজার হাজার কোটি টাকার সম্পদ ভূমিদস্যুদের দখলে; দীর্ঘ ৮৯ বছরেও কলঙ্কমুক্ত হয়নি

পাইকগাছা প্রতিনিধি-(খুলনা)

কপিলমুনিতে হাজার হাজার কোটি টাকার সম্পদ ভূমিদস্যুদের দখলে; দীর্ঘ ৮৯ বছরেও কলঙ্কমুক্ত হয়নি

খুলনা জেলার ঐতিহ্যবাহী বাণিজ্যিক শহর “কপিলমুনি” ইতিহাসের একটি প্রসিদ্ধতম স্থান। তদানীন্তন কালে এখানে যে হাট-বাজার ছিল তা জমিদারের শরীকদের মধ্যে ছিল বিভক্ত।

বাংলা ১৩২৭ সালে রায় সাহেব তার আপন ছোট ভাই কুঞ্জ বিহারী সাধুর সাথে মনোমালিন্যের কারণে ছোট ভাই এর সাথে পাটিশান শেষ করে মনের দুঃখে কলকাতায় চলে যান। রায় সাহেব চলে যাওয়ার পর কপিলমুনি বাজারের অবস্থা শোচনীয় হয়ে পড়ে। অথচ রায় সাহেবের সময় যে বাজারে লোকসমাগম ছিল। সেই হাট বাজার শ্মশানে পরিণত হয়। আর এইসব দেখে স্থানীয় বহু মানুষ রায় সাহেবকে অনুরোধ করেন, আবারও ফিরে আসার জন্য।

রায় সাহেব তাদের অনুরোধে পুনঃরায় জন্মভূমিতে ফিরে আসেন। এবং নিজের কর্তব্য বিবেচনা করে বাংলা ১৩৩৭ সালে মাসাধিককাল চেষ্টা করে হাটটি প্রতিস্থাপনের কাজটি শুরু করেন। ওই সময় নদীর ধারে ডিস্ট্রিক্ট বোর্ডের রাস্তা সঙ্গমস্থল ২১ বিঘা জমি কিনে বহু প্রচেষ্টার পর বাংলা ১৩৩৯ সালে ২৮শে ফাল্গুন দোল পূর্ণিমায় মেলা বসানোর মধ্য দিয়ে হাটের কার্যক্রম শুরু করেন।

বাংলা ১৩৪১ সালে ৩ মাঘ রায় সাহেবের মৃত্যুর পর কপিলমুনি(বিনোদগঞ্জ) হাট-বাজারটি হয়ে পড়ে অরক্ষিত।
সবচেয়ে বেশি খারাপ অবস্থার সৃষ্টি হয় যখন হাটটি পেরিফেরি ভক্ত হয়ে যায়। প্রশাসনের একশ্রেণীর দুর্নীতিবাজ কর্মচারী আর ভূমি দস্যুদের দাপটে রায় সাহেবের বহু সম্পত্তি বেদখল হয়ে যায়। দুর্নীতিবাজরা জাল-জালিয়াতির মাধ্যমে বহু সম্পত্তি জবর দখল করে নেয়। যে খেলা আজও বন্ধ হয়নি।

দখলবাজ ভূমিদস্যুদের কারণে রায় সাহেবের হাজার হাজার কোটি টাকার সম্পদ সরকারের হাতছাড়া হয়ে গেছে। যা আজ ৮৯ বছরেও উদ্ধার করে যায়নি। কলঙ্কমুক্ত হয়নি রায় সাহেবের বিনোদগঞ্জ বাজার। অথচ সরকার যায়, সরকার আসে। কিন্তু দখলবাজরা থাকেন ধরাছোঁয়ার বাইরে। অভিযোগ আছে, ভূমিদস্যু দখলবাজরা সরকারের শীর্ষ নেতাদের ছত্রছায়ায় থেকে তাদের অবৈধ দখলকৃত সম্পদ রক্ষায় কাজ করছে। এরা সামনাসামনি সরকারের দলীয় লোক বলে জাহির করলেও সরকার পরিবর্তনের সাথে সাথে এরাও ভোল পাল্টায় গিরগিটিরমত। দেশ স্বাধীনের পর থেকে এমন দৃশ্য দেখে আসছেন, এই জনপদের প্রবীণ ব্যক্তিত্বরা।

সচেতন মহলের দাবি, দলমতের ঊর্ধ্বে থেকে সরকারি সম্পদ তথা কপিলমুনির উন্নয়নে রায় সাহেব বিনোদ বিহারী সাধুর স্বপ্ন বাস্তবায়নে এলাকার সংসদ সদস্য মোঃ আখতারুজ্জামান বাবু ও খুলনা জেলা প্রশাসকের কঠোর হস্তক্ষেপে দখলবাজদের কবল থেকে উদ্ধার হবে রায় সাহেবের বেদখলকৃত হাজার হাজার কোটি টাকার সম্পদ। আর সত্যিকার অর্থে সেটি যদি বাস্তবায়ন ঘটে তা হলে কলঙ্কমুক্ত হবে রায় সাহেবের বিনোদগঞ্জ বাজার যা আজ, আধুনিক কপিলমুনি বানিজ্যিক শহর নামে দেশে বিদেশে পরিচিত। (চলবে)

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button