বগুড়ায় পৌর মেয়র ও ইউপি চেয়ারম্যান করোনাভাইরাসে আক্রান্ত।
তানভীর ইসলাম রাজু, বগুড়া প্রতিনিধি-ঃ
বগুড়ায় পৌর মেয়র ও ইউপি চেয়ারম্যান করোনাভাইরাসে আক্রান্ত।
নমুনা পরীক্ষায় বগুড়ার ধুনট পৌরসভার মেয়র এবং ওই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে।
ধুনট উপজেলার ধুনট পৌর মেয়র এজিএম বাদশা এবং ওই উপজেলার ভান্ডার বাড়ী ইউনিয়নের চেয়ারম্যান আতিকুল করিম আপেল নিজেরাই এ খবর জানান।
ধুনট পৌর মেয়র এজিএম বাদশা বলেন, গত ১২ জুন ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনাভাইরাসের নমুনা দিলেও তার পরীক্ষার ফলাফল বৃহস্পতিবার পর্যন্ত পাওয়া যায়নি।
“তবে বিলম্ব দেখে গত মঙ্গলবার বেসরকারি মেডিকেল কলেজ হাসপাতাল টিএমএসএস এ টাকার দিয়ে পরীক্ষা করাই। তারা বুধবারে পরীক্ষায় করোনাভাইরাস পজিটিভ বলেছে।”
“করোনাভাইরাস পরিস্থিতির মধ্যে ত্রাণ, মাস্ক বিতরণ এবং সচেতনতার কাজে প্রথম থেকেই সম্পৃক্ত থাকায় বিভিন্ন লোকজনের সংস্পর্শে এসেছিলাম। সেই সন্দেহেই পরীক্ষা করতে দিয়েছিলাম।”
ভান্ডারবাড়ী ইউনিয়নের চেয়ারম্যান আতিকুল করিম আপেল জানান, গত ১০ জুন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নমুনা পরীক্ষা করতে দিয়েছিলেন। বৃহস্পতিবার সেখান থেকে পজিটিভ ফলাফল এসেছে।
“বাড়িতেই আছি, সুস্থ আছি।“
তিনিও করোনাভাইরাস পরিস্থিতিতে ত্রাণ, মাস্ক বিতরণ ও সচেতনতার কাজে বিভিন্ন মানুষের সংস্পর্শে আসায় আক্রান্ত হয়েছেন বলে মনে করছেন।