জেলার খবর

বাঁশখালীতে আইন শৃঙ্খলা স্বাভাবিক রাখতে অতিরিক্ত পুলিশের ব্যবস্থা করা হবে:এমপি মোস্তাফিজ

এনামুল হক রাশেদী, বাঁশখালী উপজেলা প্রতিনিধি-(চট্টগ্রাম)

বাঁশখালীতে আইন শৃঙ্খলা স্বাভাবিক রাখতে অতিরিক্ত পুলিশের ব্যবস্থা করা হবে:এমপি মোস্তাফিজ

চট্টগ্রাম জেলার বাঁশখালী উপজেলার আইন শৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অতিরিক্ত পুলিশের ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) আসনের সাংসদ বাঁশখালী গন মানুষের নেতা আলহাজ্ব মোস্তাফিজুর রহমান চৌধুরী। সেই লক্ষ্যে স্বরাষ্ট্রমন্ত্রীর কাঁছে অতিরিক্ত পুলিশের আবেদন করা হবে। তিনি পুলিশকে উদ্দেশ্য করে বলেন বাঁশখালীর আনাচে কানাচে মাদক ও সন্ত্রাসীদের প্রতিরোধে আন্তরিক হতে হবে।

২৯ আগষ্ট’২১ ইং রবিবার দুপুর ১২টায় বাঁশখালী অফিসার্স ক্লাব মিলনায়তনে বাঁশখালী উপজেলা আইন শৃঙ্খলা ও মানব পাচার প্রতিরোধ কমিটির সভায় তিনি উপরোক্ত বক্তব্য রাখেন। বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইদুজ্জামান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন বাঁশখালী উপজেলা চেয়ারম্যান চৌধুরী মোহাম্মদ গালিব সাদলী।

এছাড়া বক্তব্য রাখেন বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি ) মোহাম্মদ সফীউল কবির, বাঁশখালী ইউপি চেয়ারম্যান সমিতির সভাপতি ও কালীপুর ইউপি চেয়ারম্যান আ. ন. ম. শাহাদত আলম, উপজলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা রেজাউল করিম মজুমদার, উপজেলা কৃষি কর্মকর্তা আবু সালেক, বাহারছড়া ইউপি চেয়ারম্যান তাজুল ইসলাম, ডা. শ্যামলী দাশ, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাধনপুর ইউপি চেয়ারম্যান মহিউদ্দিন চৌধুরী খোকা, কথরিয়া ইউপি চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান চৌধুরী, ছনুয়া ইউপি চেয়ারম্যান মো. হারুনুর রশিদ,খানখানাবাদ ইউপি চেয়ারম্যান মো. বদরুদ্দীন, পুকুরিয়া ইউপি চেয়ারম্যান আসহাব উদ্দিন, চাম্বল ইউপি চেয়ারম্যান মুজিবুল হক চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা আহমদ ছফা, ট্রাফিক সার্জেন্ট মো. রেজাউল করিম, বাঁশখালী প্রেসক্লাবের সভাপতি উজ্জ্বল বিশ্বাসসহ বিভিন্ন প্রশাসনিক কর্মকর্তা ও বিভিন্ন জনপ্রতিনিধিবৃন্দ।

আইন শৃঙ্খলা সভা শেষে বাঁশখালী উপজেলা সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা চেয়ারম্যান চৌধুরী মোহাম্মদ গালিব সাদলী।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button