রূপগঞ্জে মাসাব কান্দাপাড়া পানির পাম্প উদ্বোধন”করেন মন্ত্রী গাজী ও মেয়র হাছিনা গাজী
সাহাদাৎ হোসেন, নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ
রূপগঞ্জে মাসাব কান্দাপাড়া পানির পাম্প উদ্বোধন”করেন মন্ত্রী গাজী ও মেয়র হাছিনা গাজী
নারায়ণগঞ্জের রূপগঞ্জের তারাব পৌরসভার জলাবদ্ধতা নিরসনের লক্ষ্যে মাসাব কান্দাপাড়ায় হাই পাওয়ার পানির পাম্প ষ্টেশনের উদ্বোধন করেছেন স্থানীয় সংসদ সদস্য, মাননীয় বস্ত্র ও পাটমন্ত্রী গাজী গোলাম দস্তগীর( বীর প্রতীক) এমপি গণপ্রজাতন্ত্র বাংলাদেশ সরকার।
শুক্রবার (২৭ আগস্ট) সময় বিকালে চৌরাস্তা পাম্প উদ্বোধন করেন। এসময় তারাব পৌরসভার মেয়র হাছিনা উপস্থিত ছিলেন, আরো উপস্থিত ছিলেন,
এছাড়া স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ,পৌর ৩নং কাউন্সিলর রাসেল সিকদার ও ৬নং ওয়ার্ড কাউন্সিলর মাহাবুবুর রহমান জাকারিয়া মোল্লা, মহিলা কাউন্সিলর মাহফুজা বেগম ও আওয়ামী লীগ প্রবীণ রাজনীতিবিদ শ্রমিক নেতা সরদার আমজাদ হোসেন ইউনাইটেড গার্মেন্টস ফেডারেশন ওয়ার্কার রূপগঞ্জ উপজেলা, ৩ নং ওয়ার্ড সভাপতি অলি মির্জি আওয়ামী লীগ ও বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক হাবিবুর রহমান হাবিব, এপিএস ফিরোজ মিয়াসহ পৌরসভার কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
জানা গেছে মেয়র হাছিনা গাজী এবং বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীকের চেষ্টা প্রচেষ্টাতে পানির পাম্প স্টেশন উদ্বোধন হয়েছে। এতে জনগনের অনেক কষ্ট দূর হবে বলে জানিয়েছে স্থানীয়রাসহ সাধারণ জনগণ।
মন্ত্রী এবং তারাব পৌর মেয়র কে তারা ধন্যবাদ জানিয়েছে এবং এলাকাবাসীদের আনন্দের উল্লাশ হাসি খুশি আনন্দের সস্তি। অবশেষে দূর হচ্ছে পানি বন্দি মানুষের দূর্ভোগ আর কষ্টের দিন।