সেনবাগে বাবু’র ২০ হাজার মাস্ক বিতরণ কার্যক্রমের উদ্বোধন।
মোঃ ফখর উদ্দিন,নোয়াখালী প্রতিনিধিঃ
সেনবাগে বাবু’র ২০ হাজার মাস্ক বিতরণ কার্যক্রমের উদ্বোধন।
“শেখ হাসিনার ঘোষণা,
মাস্ক ছাড়া চলবে না” এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে শনিবার (৫ ডিসেম্বর) সকালে সেনবাগ পৌরসভার প্রাণকেন্দ্র সেনবাগ বাজারের সকল ব্যবসায়ী,বাস-ট্রাক-অটোরিকশা-সিএনজি চালক-যাত্রী ও সাধারণ জনগনের মাঝে বিনামূল্যে মাস্ক বিতরণ করেন নোয়াখালী জেলা পরিষদ সদস্য ও সেনবাগ উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সাইফুল ইসলাম বাবু।তিনি তার ব্যক্তিগত উদ্যোগে প্রথম ধাপের মাস্ক বিতরণের আনুষ্ঠানিক যাত্রা শুরু করেন।
মাস্ক বিতরণ কালে তিনি মিডিয়া কর্মীদের জানান, সেনবাগ পৌরসভার ৯টি ওয়ার্ডে পর্যায়ক্রমে ২০ হাজার মাস্ক বিনামূল্যে বিতরণ করা হবে।সেনবাগ পৌর নির্বাচন প্রসঙ্গে তিনি জানান, “দীর্ঘদিন যাবৎ রাজনীতি করেছি,দলের জন্য ত্যাগ স্বীকার করেছি।সেদিক থেকে দলীয়ভাবে মনোনয়ন চাইবার অধিকারও রাখি”।দল যদি মনোনয়ন দেয় ভোট করবো এবং নির্বাচিত হওয়ার মতোই ভোট করবো।আর দলীয় মনোনয়ন না পেলে নৌকা প্রতীক যে পাবে নেত্রীর সিদ্ধান্ত মেনে তার পক্ষেই কাজ করবো।