বগুড়ার গাবতলী মহিষাবানে লাইসেন্স বিহিন তাহের-ছ-মিল সিলগালা
বগুড়ার গাবতলী থানাধীন মহিষাবান হাটের উত্তরপার্শ্বে অবস্থিত তাহের-ছ-মিলের লাইসেন্স না থাকায় সামাজিক বন বিভাগ বগুড়ার কর্তৃপক্ষ (১৭ আগষ্ট) মঙ্গলবার বন্ধ করে সিল মোহর এ্যঁটে দিয়েছে।
জানাগেছে দীর্ঘদিনধরে সরকারি কোন অনুমতি না নিয়ে মহিষাবান হাটের উত্তরপার্শ্বে জনবসতি এলাকায় মহিষাবান গ্রামের মৃত মফিজ উদ্দীন এর ছেলে আবু তাহের নামে এক ব্যক্তি-ছ-মিল বসিয়ে তা ভাড়া দেয়। এতে করে এলাকায় জনবসতি মানুষের-ছ-মিলের করাতের কারনে শব্দ দুষন হয়ে অতিষ্ঠ হয়ে উঠেছিল।
বিষয়টি জানতে পেরে বগুড়ার গাবতলীতে দায়িত্বরত শেরপুরের সামাজিক বন বিভাগ কর্তৃপক্ষ ও ধুনটের সামাজিক বন বিভাগ কর্তৃপক্ষ মঙ্গলবার দুপুরে উক্ত লাইসেন্স বিহিন অনুমোদনহিন তাহেল-ছ-মিলটি সিল গালাকরে মোহর এ্যঁটে দিয়েছেন।
সিলগালা মোহরে স্বাক্ষর করেন মোঃ ছামছুল আলম সামাজিক বন বিভাগ ভারপ্রাপ্ত কর্মকর্তা শেরপুর বগুড়া। এব্যপারে-ছ-মিলের মালিক আবু তাহেরের সাথে ফোনে যোগাযোগ করা হলে তিনি জানান-ছ-মিলের লাইসেন্সের জন্য আবেদন করা হয়েছে।