কাবুল বিমানবন্দরের নিয়ন্ত্রণ পরিকল্পনা বাদ দিয়েছে তুরস্ক
আফগানিস্তান থেকে ন্যাটো সেনা প্রত্যাহারের পর কাবুল বিমানবন্দরের নিয়ন্ত্রণ নেওয়ার পরিকল্পনা বাদ দিয়েছে তুরস্ক। তবে তালেবান অনুরোধ করলে সহায়তা দিতে প্রস্তুত রয়েছে আঙ্কারা। খবর রয়টার্স।
আফগানিস্তানে বর্তমানে তুরস্কের ৬০০ সেনা রয়েছে। অন্য ন্যাটো সদস্যরা দেশটি ছেড়ে গেলেও কাবুল বিমানবন্দর রক্ষা ও পরিচালনায় সহায়তা দিতে চেয়ে ওয়াশিংটন ও প্রেসিডেন্ট আশরাফ গনি সরকারের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছিল তুরস্ক। প্রেসিডেন্ট আশরাফ গনি আফগানিস্তান ছেড়ে পালানোর পর তুরস্কের ওই পরিকল্পনা অনিশ্চয়তায় পড়ে।
তুরস্কের একটি সূত্র জানিয়েছে বিমানবন্দরের সাম্প্রতিক বিশৃঙ্খল পরিবেশের আলোকে তুর্কি সেনাদের নিয়ন্ত্রণ নেওয়ার পরিকল্পনা স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে গেছে। নাম প্রকাশে অনিচ্ছুক ওই সূত্রটি জানায় তবে তালেবান যদি প্রাযুক্তিক সহায়তা চায় তা হলে তুরস্ক বিমানবন্দরের নিরাপত্তা ও প্রাযুক্তিক সহায়তা দেবে।