জেলার খবর

সুবর্ণচরে বিদ্যুৎস্পৃষ্টে স্কুল ছাত্রীর মৃত্যু, আহত ৩

মোঃ ফখর উদ্দিন, নোয়াখালী প্রতিনিধিঃ

সুবর্ণচরে বিদ্যুৎস্পৃষ্টে স্কুল ছাত্রীর মৃত্যু, আহত ৩

নোয়াখালীর সুবর্ণচরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নবম শ্রেণির এক স্কুলছাত্রী মারা গেছেন। এ সময় আরও তিনজন আহত হয়েছে। নিহত রনি আক্তার (১৫) উপজেলার চরআমান উল্যাহ ইউনিয়নের কাটাবুনিয়া গ্রামের ১নম্বর ওয়ার্ডের নুরুল হকের মেয়ে এবং একই এলাকার চরআমান উল্যাহ উচ্চ বিদ্যালয়ের মানবিক বিভাগের নবম শ্রেণির শিক্ষার্থী ছিল।

সোমবার (১৬ আগস্ট) দুপুর ১টার দিকে চরআমান উল্যাহ ইউনিয়নে নুরুল হকের বাড়িতে এ ঘটনা ঘটে।

আহতরা হলো, নুরজাহান বেগম (৭০) সোনিয়া আক্তার (১৩) ও তানিয়া আক্তার (৮)। পারিবারিক সূত্রে জানা যায়, দুপুর একটার দিকে নুরুল হক তার পরিবারের লোকজন নিয়ে শুকনো খড়ের গাদা স্থাপন করতে পুকুর পাড়ে লম্বা একটা কাঁচা তুলা গাছ মাটিতে পুঁতার জন্য নিচ থেকে উঠাতে গেলে পাশে থাকা বিদ্যুতের তারের সাথে লেগে যায়।

তাৎক্ষণিক বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রনি আক্তারসহ ৪জন আহত হয়। আহতদের দ্রুত চরজব্বার স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রনিকে মৃত ঘোষণা করে।আহত ৩ জন হাসপাতালে ভর্তি রয়েছে।

চরজব্বার থানার অফিসার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ জিয়াউল হক জানান, তারা নিজেরা পারিবারিক ভাবে কাজ করেছিল। অসাবধানতা বসত হঠাৎ বিদ্যুৎ লাইনের সাথে লেগে এ দুর্ঘটনা ঘটে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button