জেলার খবর

করোনা ও উপসর্গ নিয়ে সাতক্ষীরায় ৯ জনের মৃত্যু, শনাক্ত ৫১ জন

মাসুম বাবুলঃ

করোনা ও উপসর্গ নিয়ে সাতক্ষীরায় ৯ জনের মৃত্যু, শনাক্ত ৫১ জন

সাতক্ষীরায় কিছুতেই কমছেনা করোনা সংক্রমনে মৃত্যুর হার। গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ও উপসর্গ নিয়ে আবারো ৯ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ভাইরাসটিত আক্রান্ত হয়ে একজন ও উপসর্গ নিয়ে ৮ জনের মৃত্যু হয়। মেডিকেল কলেজ হাসপাতাল ও বেসরকারী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।

এ নিয়ে, জেলায় করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন মোট ৭৯ জন। আর ভাইরাসটির উপসর্গ নিয়ে মারা গেছেন মোট ৪৪০ জন। এছাড়া গত ২৪ ঘণ্টায় জেলায় ২৮৫ জনের নমুনা পরীক্ষা শেষে ৫১ জনের করোনা পজেটিভ শনাক্ত হয়েছে। যা শনাক্তের হার ১৭ দশমিক ৮৯ শতাংশ। এ নিয়ে জেলায় বুধবার পর্যন্ত মোট করোনা আক্রান্ত হয়েছেন ৪ হাজার ৬২৮ জন।

সাতক্ষীরার সিভিল সার্জন ডাঃ হুসাইন শাফায়াত জানান, জনসচেতনতার অভাবে জেলায় করোনা সংক্রমন ও মৃত্যুর হার বৃদ্ধি পাচ্ছে। করোনা সংক্রমন প্রতিরোধে তিনি স্বাস্থ্যবিধি মেনে চলার ও মাস্ক পরার আহবান জানান।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button