জেলার খবর

সামাজিক জনসচেতনতায় নোয়াখালীর ৯টি মসজিদে বয়ান করল ৯ ওসি

মোঃ ফখর উদ্দিন, নোয়াখালী প্রতিনিধিঃ

সামাজিক জনসচেতনতায় নোয়াখালীর ৯টি মসজিদে বয়ান করল ৯ ওসি

সাধারণ মানুষের মাঝে সচেতনতা বাড়াতে নোয়াখালী জেলার ৯টি উপজেলার মসজিদে এক যোগে সামাজিক জনসচেতনতা বৃদ্ধির লক্ষে বয়ান করেন ৯টি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)। শুক্রবার (১৩ আগস্ট) জুমার নামাজের সময় জেলার ৯টি উপজেলার বিভিন্ন মসজিদে এ বয়ান করেন তারা।

বেগমগঞ্জ উপজেলায় চৌমুহনী বড় মসজিদে বক্তব্য রাখেন, বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ কামরুজ্জামান শিকদার। তিনি মুসল্লিদের উদ্দেশ্যে বলেন, করোনায়,কিশোর গ্যাং,মাদক,বাল্য বিবাহ রোধে সকলের দায়িত্ব পালন করা উচিত। এ সময় তিনি সকল অনাচার রোধে সর্বস্তরের মানুষকে দায়িত্ববান হওয়ার আহ্বান জানান এবং দায়িত্বহীনতার ভয়াবহতা সম্পর্কেও আলোচনা করেন।
অপরদিকে,সেনবাগের সেবারহাট জামে মসজিদে বিকাশ প্রতারণা, মোবাইল গেইমিং,সন্ত্রাস,কিশোর অপরাধ নিয়ে আলোচনা করেন সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল বাতেন মৃধা।

এছাড়াও সদর উপজেলার কালাদরাপ ইউনিয়নের নুর পাটোয়ারী হাট কেন্দ্রীয় জামে মসজিদে বক্তব্য রাখেন সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহেদ উদ্দিন। তিনি তুলে ধরেন, জঙ্গীবাদ, ফেসবুকে গুজব,ইভটিজিং সম্পর্কে।

এদিন কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.সাইফুদ্দিন আনোয়ার কোম্পানীগঞ্জ থানা মসজিদে সন্ত্রাস,জঙ্গীবাদ,সামাজিক অবক্ষয় রোধে সকলের করণীয় সম্পর্কে আলোচনা করেন। করোনার প্রকোপ বেড়ে যাওয়ায় নিজ নিজ অবস্থানে থেকে সচেতন থেকে সরকারি স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান করেন তিনি। এছাড়াও এলাকায় কোনো ধরনের অপরাধ, বাল্য বিবাহ,মাদক,সন্ত্রাস,চাঁদাবাজি সহ যে কোনো অবৈধ কার্যকলাপ সংঘটিত হলে সরাসরি থানায় যোগাযোগ করার পরামর্শ দেন।

এ সময় চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক,হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল ইসলাম,চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের,সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল ইসলাম, কবিরহাট থানার উপ-পরিদর্শক (এএসআই) মাহবুব একই সময়ে নিজ থানা এলাকার মসজিদে সামাজিক জনসচেতনতা সৃষ্টির লক্ষে বয়ান করেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button