জেলার খবর

বেনাপোল সীমান্তে ফেন্সিডিল ও একটি মোটরসাইকেল উদ্ধার।

এসএম স্বপন, জেলা প্রতিনিধি-(যশোর)

বেনাপোল সীমান্তে ফেন্সিডিল ও একটি মোটরসাইকেল উদ্ধার।

যশোরের বেনাপোল সীমান্ত থেকে পরিত্যক্ত অবস্থায় ৮০ বোতল ভারতীয় ফেন্সিডিল ও একটি ১৫০ সিসি ডিসকভারি মোটরসাইকেল উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (১৭ জুন) দুপুরে বেনাপোল পোর্ট থানার কাগমারি গ্রাম থেকে এ চালানটি উদ্ধার করে বেনাপোল পোর্ট থানা পুলিশ।

পুলিশ জানায়, গোপন সংবাদে জানা যায়, মাদক ব্যবসায়ীরা ভারত থেকে মাদকের চালান এনে বেনাপোল কাগজপুকুর গ্রামে অবস্থান করছে। এমন খবরে বেনাপোল পোর্ট থানার এসআই মোস্তাফিজুর রহমান সেখানে অভিযান চালালে পাচারকারীরা মাদক ও একটি মোটরসাইকেল ফেলে পালিয়ে যায়। পরে সেখান থেকে ৮০ বোতল ভারতীয় ফেন্সিডিল ও মোটরসাইকেলটি উদ্ধার করা হয়।

এসময় মাদক ব্যবসায়ী সিরাজুল ইসলাম কৌশলে পালিয়ে যায়।

বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন খান বলেন, সিরাজুলের বিরুদ্ধে পলাতক আসামী হিসাবে মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button