পাইকগাছায় বঙ্গমাতার ৯১তম জন্মবার্ষিকী পালন
পাইকগাছায় বঙ্গমাতার ৯১ তম জন্ম বার্ষিকী উদযাপন অনুষ্ঠানে খুলনা-৬(পাইকগাছা-কয়রা) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোঃ আকতারুজ্জামান বাবু বলেছেন, ৭১’র মহান মুক্তিযুদ্ধ সহ বাঙালীর সকল সংগ্রাম ও সংকটে বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব বঙ্গবন্ধুর পাশে থেকে সহযোগীতা করতেন।
রোববার বিকেলে উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা’র ৯১তম জন্ম বার্ষিকীতে আলোচনা সভা ও দরিদ্র নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ ও পুরস্কার বিতরণী সভায় প্রধান অতিথির বক্তব্যে এসকল কথা বলেন।
তিনি আরও বলেন, মহিয়সী এ নারী ব্যক্তিগত জীবনে অত্যন্ত সাদা-মাঠা জীবনযাপন করেছেন । স্থানীয়দের কারো সমস্যা হলেও সমাধান করতে মানুষ তার কাছে ভিড়ত। এমনকি মায়ের স্নেহ ও প্রেরণা নিয়ে সুযোগ্য কন্যা জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র ব্যক্তিগত জীবন সহ বহু মাত্রিক রাজনৈতিক গুণাবলীতে বিকাশিত হয়েছে।
উদাহরণ স্বরূপ এমপি বাবু বলেন, মুক্তিযুদ্ধের পর সাবেক সেনা প্রধান মেজর জিযাউর রহমান ও স্ত্রী সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পারিবারিক জীবনে সংকট দেখা দিলে বঙ্গবন্ধু ও বঙ্গমাতার হস্তক্ষেপে খালেদা জিয়াকে নিজের মেয়ে সম্বোধন করে তৎকালীন সংকট সমাধান করেন।
উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর আয়োজিত অনুষ্টানে সভাপতিত্ব করেন সহকারী কমিশনার (ভূমি) মোঃ শাহরিয়ার হক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু,ভাইস চেয়ারম্যন শিয়াবুদ্দীন ফিরোজ বুলু, সিনিয়র মৎস্য কর্মকর্তা পবিত্র কুমার দাশ, মহিলা বিষয়ক কর্মকর্তা মোঃ মনিরুজ্জামান।
সভায় উপস্থিত ছিলেন, আনছার ও ভিডিপি কর্মকর্তা আশালতা খানম, উপজেলা সহকারী প্রগ্রামার মৃদুল কান্তি দাশ, সাবেক প্রধান শিক্ষক সুরাইয়া বানু ডলি, উপজেলা আ’লীগের সাবেক নেতা প্রভাষক ময়নুল ইসলাম,সাংবাদিক স্নেহেন্দু বিকাশ,জেলা যুবলীগ নেতা জসিম উদ্দীন বাবু, শামিম আহসান,উপজেলা কমিটির সাবেক নেতা এমএম আজিজুল হাকিম, আকরামুল ইসলাম, গৌতম রায়, মহিলা আলীগ নেত্রী শেখ জুলি, নাজমা কামাল, জেলা ছাত্র লীগের সাবেক নেতা তছলিম হুসাইন তাজ,পার্থ প্রতিম চক্রবর্তী, পৌর ছাত্রলীগ সম্পাদক রায়হান পারভেজ রনি, অনিমেশ প্রমুখ।
পাইকগাছা উপজেলা প্রশাসন ও আওয়ামীলীগ পৃথক পৃথক ভাবে বঙ্গমাতা ফজিলাতুন নেছার জন্মদিন পালন করেছেন।