সেনবাগে ৭ ঘন্টা পর পুকুরে ভেসে উঠলো ডিপ্লোমা পড়ুয়া ছাত্রের লাশ।
মোঃ ফখর উদ্দিন, নোয়াখালী প্রতিনিধি-ঃ
সেনবাগে ৭ ঘন্টা পর পুকুরে ভেসে উঠলো ডিপ্লোমা পড়ুয়া ছাত্রের লাশ।
নিখোঁজের ৭ ঘন্টা পর পুকুর থেকে মঞ্জুরুল আহসান তুষার (২০) নামে এক কলেজ ছাত্রের ভাসমান লাশ উদ্ধার করা হয়েছে।সে নোয়াখালীর সেনবাগ উপজেলার কাবিলপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ড তফাদার বাড়ীর শাহ আলমের ছেলে।তুষারের মৃত্যু রহস্যজনক হওয়ায় লাশ ময়নাতদন্ত শেষে দাফন করা হবে বলে জানা গেছে।মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে বাড়ীর পুকুর থেকে ভাসমান অবস্থায় লাশটি উদ্ধার করা হয়। নিহত তুষার লক্ষ্মীপুর পলিটেকনিক ইনস্টিটিউটের ইলেক্ট্রিক ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রথম বর্ষের ছাত্র।
নিহতের পরিবার সূত্রে জানা যায়, করোনার কারণে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় সেনবাগের কাবিলপুরে নিজ বাড়ীতে চলে আসে তুষার। মঙ্গলবার বেলা ১১টার দিকে বাড়ীর পাশের একটি বাঁশ বাগানে বাঁশ কাটার জন্য যায় সে। দুপুর গিয়ে বিকাল হলেও আর বাড়ীতে ফিরে আসেনি তুষার। পরিবারের লোকজন বাঁশ বাগানসহ সম্ভাব্য স্থানে খোঁজাখুঁজি করেও তার কোন সন্ধান পায়নি। সন্ধ্যার দিকে বাড়ীর লোকজন পুকুর ঘাটে গেলে পুকুরের পানিতে তুষারের লাশ ভাসতে দেখে উদ্ধার করে।
চার ভাই ও এক বোনের মধ্যে তুষার সবার ছোট।সে সাঁতার জানতো। কিন্তু পুকুরের পানিতে তার লাশ পাওয়া যাওয়ায় তুষারের মৃত্যুটি রহস্যজনক বলে জানা যায়।
সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বাতেন মৃধা বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে রাত ১০টায় পুলিশ নিয়ে তিনি ঘটনাস্থলে যান এবং লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতাল মর্গে পাঠান।
এ বিষয়ে পরবর্তীতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি জানান।