আন্তর্জাতিক

পেন্টাগনের কাছে ছুরি হামলায় পুলিশ কর্মকর্তা নিহত

মার্কিন প্রতিরক্ষা দফতর পেন্টাগানের প্রবেশ দ্বারের কাছে হামলায় এক পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন। নাম প্রকাশে অনিচ্ছুক আইনশৃঙ্খলাবাহিনীর এক কর্মকর্তা জানিয়েছেন, ছুরি হামলায় ওই পুলিশ কর্মকর্তা নিহত হন। আইনশৃঙ্খলাবাহিনীর গুলিতে সন্দেহভাজন হামলাকারীও নিহত হয়েছে।

ভার্জিনিয়ার আরলিংটন কাউন্টিতে অবস্থিত পেন্টাগনে মঙ্গলবার স্থানীয় সময় সকাল সাড়ে ১০টার দিকে পেন্টাগনের কাছে মেট্রোয় গোলাগুলির শব্দ শোনা যায়। এর পরই প্রতিরক্ষা দফতর লকডাউন করা হয়।

পেন্টাগন ফোর্স প্রটেকশন এজেন্সির প্রধান উড্র কাসে এক সংবাদ সম্মেলনে এক পুলিশ কর্মকর্তা হামলার শিকার হয়েছেন বলে নিশ্চিত করেছেন। তিনি বলেন, গুলি বিনিময় হয়েছে এবং বেশ কয়েকজন আহত হয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক এক পেন্টাগন কর্মকর্তা জানিয়েছেন, হামলায় ছুরিকাঘাতে আহত এক পুলিশ কর্মকর্তার পরে মৃত্যু হয়েছে।

তবে উড্র কাসে পুলিশ কর্মকর্তা বা সন্দেহভাজন হামলাকারীর পরিস্থিতি সম্পর্কে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছেন। তিনি বলেছেন, ঘটনাটি এফবিআই তদন্ত করছে এবং পেন্টাগন নিরাপদ। পুলিশ আরও সন্দেহভাজনকে খুঁজছে না।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button