করোনার সংক্রমন ঠেকাতে জনগণকে সচেতন করতে মাঠে নেমেছেন ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। দিন দিন করোনার ভয়াবহতা যত বাড়ছে ততই বাড়ছে রাজ্য প্রশাসনের তৎপরতা। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) রাস্তায় নেমে রাজ্যবাসীকে লকডাউন মানতে আবেদন জানান মমতা ব্যানার্জি। এ নিয়ে টানা তিনদিন রাস্তায় নামলেন এই মুখ্যমন্ত্রী।
করোনা যুদ্ধে একবারে সামনের সারি থেকে নেতৃত্ব দিচ্ছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। কখনও রাস্তায় নেমে বাজার, হাসপাতালে হালহকিকত খতিয়ে দেখেছেন। কখনও আবার চক দিয়ে গন্ডি কেটে সামাজিক দূরত্বের পাঠ পড়িয়েছেন তিনি। আবার কখনও মাস্ক বিলি করেছেন। করোনার দাপটে গোটা রাজ্য যখন জড়োসড়ো, তখনও নিজের কর্তব্যে অবিচল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার মৌলালি এলাকায় হাজির হন মুখ্যমন্ত্রী। তবে লকডাউন চলছে বলে গাড়ি থেকে রাস্তায় নামেননি তিনি। গাড়িতে বসেই মাইকের মাধ্যমে সচেতনতার প্রচার করেন মুখ্যমন্ত্রী। প্রথমেই লকডাউনে সাধারণ মানুষের দুর্ভোগের জন্য ক্ষমা চেয়ে নেন। মমতা বলেন, ‘আপনাদের অসুবিধার জন্য আমি ক্ষমাপ্রার্থী। কিন্তু করোনাকে হারাতে ঘরেই থাকতে হবে। শান্ত থাকুন। ঘরে থাকুন। সামাজিক দূরত্ব মেনে চলুন।’ তিনি শহরবাসীর মনে সাহস জুগিয়ে বলেন, ‘করোনা হলে ভয় পাওয়ার কিছু নেই। পুলিশকে জানান। ওদের সাহায্য নিয়ে হাসপাতালে যান।’ মুখ্যমন্ত্রী আরও বলেন, ‘মানুষের পাশে আমরা থাকবই। করোনাভাইরাসকে আমরা ভয় পাই না। মানুষকে সচেতন করতে রাস্তায় বের হচ্ছি। তাতে যদি আমার করোনা হয়, হোক।’