টোকিও অলিম্পিকে ২৪১ জন করোনায় আক্রান্ত
টোকিও অলিম্পিকে শনিবার পর্যন্ত ২৪১ জন করোনায় আক্রান্ত হয়েছেন বলে জানিয়েছে জাপান। গত ২৪ ঘণ্টায় অলিম্পিকের সঙ্গে জড়িত আরও ২১ জন করোনায় আক্রান্ত হয়েছেন। অলিম্পিকের আয়োজক কমিটি এই তথ্য নিশ্চিত করেছে, আক্রান্তদের মধ্যে কোনো খেলোয়াড় নেই।
আক্রান্ত কর্মকর্তা ও কর্মচারীদের কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে বলেও জানায় কমিটি।
২০২০ সালে অনুষ্ঠিত হওয়ার কথা থাকলে করোনার কারণে এক বছর পেছানো হয় টোকিও অলিম্পিক। তার পরও করোনার হাত থেকে নিস্তার পাওয়া যায়নি। করোনার ডেলটা ভ্যারিয়েন্টের বিস্তারে চিন্তায় আছে অলিম্পিক কমিটি।
এদিকে জাপানে করোনার ডেলটা ভ্যারিয়েন্ট দ্রুত ছড়িয়ে পড়ায় নতুন করে আরও চারটি প্রদেশে জরুরি অবস্থা জারি করেছে। শুক্রবার রাতে নতুন করে চিবা, সাইতামা, কানাগাওয়া ও ওসাকা প্রদেশে জরুরি অবস্থা জারি করা হয়েছে।
টোকিও ও অকিনাওয়া প্রদেশে আগে থেকেই ৩১ আগস্ট পর্যন্ত জরুরি অবস্থা জারি করা হয়েছে।
শুক্রবার জাপানে নতুন করে ১০ হাজার মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন।এদের মধ্যে টোকিও অলিম্পিকে অংশগ্রহণকারী ক্রীড়াবিদ ছাড়াও কর্মকর্তা-কর্মচারীরাও আছেন।