রাজনীতি

সাবেক মন্ত্রী বিনয় কুমার মারা গেছেন

সাবেক মন্ত্রী বিনয় কুমার দেওয়ান মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ১০১ বছর।বুধবার (২১ জুলাই) ভোর ৫টায় বার্ধক্যজনিত কারণে রাঙ্গামাটির ২নং পাথরঘাটার নিজ বাসভবনে মারা যান। তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

দুপুর ২টায় আসামবস্তি মহাশশ্মানে তার শেষকৃত্য অনুষ্ঠিত হবে।

জানা যায়, বিনয় কুমার দেওয়ান ১৯২৫ সালের ৯ মার্চ রাঙ্গামাটির বড়াদমে জন্মগ্রহণ করেন। ১৯৭১ সালে তিনি বড়াদম মৌজার হেডম্যান নিযুক্ত হন। তিনি হেডম্যান অ্যাসোসিয়েশনের সভাপতির দায়িত্ব পালন করেন।

তিনি কয়েক মেয়াদে ১৯৭০-১৯৮৫ সাল পর্যন্ত মগবান ইউপি চেয়ারম্যান পদে দায়িত্ব পালন করেন। এছাড়া ১৯৮৪-৮৫ সালে রাঙ্গামাটি পৌরসভার ভাইস চেয়ারম্যান নিযুক্ত হন।

এরপর তিনি ১৯৮৬ সাল থেকে রাঙ্গামাটি আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়ে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নিযুক্ত হন। ১৯৮৭ সালে তাকে পূর্ণমন্ত্রীর পদমর্যাদায় রাষ্ট্রপতির উপদেষ্টা পদে নিযুক্ত করা হয়। ১৯৯০ সাল পর্যন্ত তিনি এ পদে দায়িত্ব পালন করেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button