খেলাধুলা

টি-টোয়েন্টি সিরিজও হারল পাকিস্তান

প্রথম ম্যাচ জেতার পর সাহস করে শোয়েব আখতার বলে ফেলেছিলেন, বর্তমানে টি-টোয়েন্টিতে পাকিস্তানের চেয়ে সেরা দল কেউ নেই। ইংল্যান্ডের বিপক্ষে রেকর্ড ২৩২ রানের সংগ্রহ দাঁড় করিয়ে ৩১ রানে জয়ের পর হয়তো এমন কথা বলাই স্বাভাবিক।

কিন্তু পরের দুই ম্যাচেই শোয়েব আখতারের মন্তব্যের ভুলটা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলো ইংল্যান্ড ক্রিকেট দল। প্রথম ম্যাচ হারলেও, শেষ দুই ম্যাচ জিতে সিরিজটা ঠিকই নিজেদের করে নিয়েছে থ্রি লায়নসরা। ওয়ানডের পর টি-টোয়েন্টিতেও সিরিজ জিততে পারল না পাকিস্তান।

মঙ্গলবার রাতে ম্যানচেস্টারের ওল্ড ট্র্যাফোর্ডে আগে ব্যাট করে ৬ উইকেট হারিয়ে ১৫৪ রানের বেশি করতে পারেনি বাবর আজমের দল। জবাবে ৭ উইকেট হারিয়ে ২ বল আগেই জয়ের বন্দরে পৌঁছে গেছে স্বাগতিকরা। সিরিজ জিতে নিয়েছে ২-১ ব্যবধানে।

রান তাড়া করতে নেমে ইংল্যান্ডকে উড়ন্ত সূচনা এনে দেন ডানহাতি ওপেনার জেসন রয়। ইনিংসের ১১তম ওভারে সাজঘরে ফেরার আগে ১২ চার ও ১ ছয়ের মারে ৩৬ বলে ৬৪ রানের ঝড়ো ইনিংস খেলেন জেসন।

তবে আরেক ওপেনার জস বাটলার ২২ বলে ২১ ও তিন নম্বরে নামা ডেভিড মালান ৩৩ বলে ৩১ রানের মন্থর ব্যাটিং করলে খানিক চাপ বাড়ে ইংল্যান্ডের রান তাড়ায়। পরে অবশ্য অধিনায়ক ইয়ন মরগ্যানের ১২ বলে ২১ রানের ক্যামিও ইনিংস ম্যাচ জিততে সমস্যা হয়নি ইংলিশদের।

এর আগে পাকিস্তানকে ১৫৪ রান এনে দেয়ার পূর্ণ কৃতিত্ব উইকেটরক্ষক ব্যাটসম্যান মোহাম্মদ রিজওয়ানের। ইনিংসের শুরু থেকে শেষ পর্যন্ত খেলে ৫ চার ও ৩ ছয়ের মারে ৫৭ বলে ৭৬ রান করেছেন এ ডানহাতি ওপেনার। দ্বিতীয় সর্বোচ্চ ২০ বলে ২৪ রান এসেছে ফাখর জামানের ব্যাট থেকে।

ইংল্যান্ডের পক্ষে বল হাতে ৩৫ রান খরচায় ৪ উইকেট নিয়েছেন লেগস্পিনার আদিল রশিদ। তবে ম্যাচসেরার পুরস্কার জিতেছেন ৬৪ রানের ঝড় তোলা জেসন রয়। আর সিরিজসেরার পুরস্কার উঠেছে লিয়াম লিভিংস্টোনের হাতে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button