ছাতকে বিদ্যুৎ বিভাগের মামলায় এক গ্রাহক জেলহাজতে
আব্দুছ ছালাম শাকিল, জেলা প্রতিনিধি-(সুনামগঞ্জ)
ছাতকে বিদ্যুৎ বিভাগের মামলায় এক গ্রাহক জেলহাজতে
সুনামগঞ্জ জেলার ছাতকে বিদ্যুৎ বিভাগের দায়েরী মামলায় পুলিশ একজনকে গ্রেফতার করে জেলহাজতে প্রেরণ করেছে। মঙ্গলবার রাতে পুলিশ নোয়ারাই ইউনিয়নের গোদাবাড়ী গ্রামের বাসিন্দা আজম আলীর পুত্র রাসেল আহমদকে গ্রেফতার করে। ওই মামলার অপর আসামী আসাদনগর গ্রামের আব্দুর রহিমের পুত্র নজরুল ইসলাম পলাতক রয়েছে।
মামলা সূত্রে জানা যায়, গুম করা মিটারের অবৈধ ব্যবহারে ৭৮ হাজার ৭৬৪ টাকা বিল পরিশোধ না করায় গত ১৭ মে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড ছাতক’র (বিক্রয় ও বিতরণ বিভাগ) সহকারী প্রকৌশলী মাহমুদুল হাসান সিলেটের যুগ্ম জেলা ও দায়রা জজ (বিদ্যুৎ) আদালতে একটি মামলা (নং-সিআর-৭৪৯/২১) দায়ের করেন।
এ মামলার ওয়ারেন্ট ভুক্ত আসামী রাসেল আহমদ ও নজরুল ইসলাম। মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে পুলিশ রাসেল আহমদকে গ্রেফতার করে জেলহাজতে পাঠিয়েছে। অপর আসামী নজরুল ইসলাম দীর্ঘদিন ধরে পলাতক রয়েছে। তার বিরুদ্ধে আরো একাধিক মামলা রয়েছে বলে জানা গেছে।