মৃত্যুর ঝুঁকি জেনেও করোনায় মৃত ও আক্রান্ত রোগীদের পাশে মনিরামপুর তাকওয়া ফাউন্ডেশন
আবদুল্লাহ আল মামুন,মনিরামপুর উপজেলা প্রতিনিধি-(যশোর)
মৃত্যুর ঝুঁকি জেনেও করোনায় মৃত ও আক্রান্ত রোগীদের পাশে মনিরামপুর তাকওয়া ফাউন্ডেশন
ধর্মীয় ভেদাভেদ ভুলে যশোর মনিরামপুর করোনায় মৃত হিন্দু সম্প্রদায়ের সৎকার করছেন তাকওয়া ফাউন্ডেশনের যশোর জেলা টিম।
মনিরামপুর খানপুর ইউনিয়নের সাতনল গ্রামের প্রফুল্ল সরকার(৬২) পিতা মৃত রতন সরকার করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মনিরামপুর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরন করেন, মৃতের পরিবার লাশ শ্মশানে নেওয়ার জন্য কাউকে না পাওয়ায় লাশ পড়ে থাকে হাসপাতালে, খানপুর ইউনিয়নের চেয়ারম্যান জনাব গাজি মোহাম্মদ আলী এবং মনিরামপুর উপজেলা চেয়ারম্যান জনাবা নাজমা খানম তাকওয়া টিমকে বিষয়টি জানালে টিমের স্বেচ্ছাসেবক দল হাসপাতাল থেকে লাশ রিসিভ করে উপজেলার তাহেরপুর মহাশ্মশানে নিয়ে হিন্দু রীতির প্রতি সম্মান রেখে মৃতের গোসল দিয়ে লাশ চিতায় তুলে দেয়।
তাকওয়া টিমের সাথে থেকে সার্বিক ভাবে সহযোগিতা করেন কমিশনার বাবুলাল চৌধুরী, এছাড়াও টিমের সাথে শুরু থেকে শেষ পর্যন্ত ছিলেন বিএনপি নেতা আসাদুজ্জামান মিন্টু সাংবাদিক আবদুল্লাহ সোহান। সৎকার কাজে তাকওয়া ফাউন্ডেশনের যে সদস্যগণ উপস্থিত ছিলেন আশরাফ ইয়াছিন মোঃমাহমুদুল হাসান মাওলানা সামছুজ্জামান আবুহুরাইরা আসাদুল্লাহ আল গালিব। এছাড়াও তাকওয়া ফাউন্ডেশনের রয়েছে ২৪ ঘন্টা অক্সিজেন সেবা এবং মুসলমান ও হিন্দু মৃতদের দাফন করে আসছেন করোনার শুরু থেকে।