জেলার খবর

পাইকগাছায় পল্লী বিদ্যুতের উপকেন্দ্রে থ্রী-ফেজ ১০ এমভিএ ট্রান্সফরমার স্থাপন

এ কে আজাদ, পাইকগাছা উপজেলা প্রতিনিধি-(খুলনা)

পাইকগাছায় পল্লী বিদ্যুতের উপকেন্দ্রে থ্রী-ফেজ ১০ এমভিএ ট্রান্সফরমার স্থাপন

খুলনার পাইকগাছায় বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রাখতে পল্লী বিদ্যুৎ সমিতির উপ-কেন্দ্রে স্থাপন করা হলো থ্রী-ফেজ এর ১০ এমভিএ অন লোড ট্রান্সফরমার। এর ফলে ট্রান্সফরমার নষ্ট জনিত আর কোন সমস্যা থাকবে না বলে জানিয়েছেন পল্লী বিদ্যুৎ সমিতির জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার মোহাম্মদ রেজায়েত আলী।

পল্লী বিদ্যুৎ সমিতির এ কর্মকর্তা জানান, এর আগে কপিলমুনি উপ-কেন্দ্রে সিঙ্গেল ফেজ এর ১.৬৬৭ এমভিএ’র ৬টি ট্রান্সফরমার ছিল। এ গুলোর বয়স কমপক্ষে ২০/২৫ বছরের। যার মধ্যে ২ বছরে ৩টি নষ্ট হয়ে যায়। মেরামত করে কোন রকমে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা হলেও নষ্ট জনিত এ সমস্যার কারণে গ্রাহকদের চরম দুর্ভোগ হতো। মঙ্গলবার উক্ত উপকেন্দ্রে টিএস কোম্পানির থ্রী-ফেজ এর ১০ এমভিএ অন লোড ট্রান্সফরমার প্রতিস্থাপন করা হয়েছে। বুধবার এ কাজ শেষ হবে।

এছাড়া পৌর সদরের উপজেলা চেয়ারম্যানের বাসভবনের সামনে শিববাটী এলাকায় আরও একটি ১০ এমভিএ উপ-কেন্দ্রের কাজ চলমান রয়েছে। এ কাজ আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে শেষ হবে বলে আশা করছি। এ কাজ শেষ হলে বিদ্যুৎ সরবরাহ অনেকটাই স্বাভাবিক হয়ে যাবে। গ্রাহকদের আর তেমন কোন দুর্ভোগ থাকবে না বলে ডিজিএম রেজায়েত আলী জানিয়েছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button