জেলার খবর

বাংলাদেশে যাঁরা রাজনীতি করে এবং সমাজের যাঁরা বিত্তবান তারা কি মধ্যবিত্ত মানুষের পাশে দাঁড়াবেন??

বিজয় চন্দ্র সরকার, জেলা প্রতিনিধি-(কিশোরগঞ্জ)

বাংলাদেশে যাঁরা রাজনীতি করে এবং সমাজের যাঁরা বিত্তবান তারা কি মধ্যবিত্ত মানুষের পাশে দাঁড়াবেন??

আপনারা কি একটা বিষয় লক্ষ করে দেখেছেন?
প্রথম যখন করোনা ভাইরাস সংক্রমণ আরম্ভ হয়ে ছিলো। তখন দুই চারজন মানুষ মারা যেত আমরা দুই তিনমাস ঘরবন্দী হয়ে রইলাম সেইসময় পৌরসভার নির্বাচন শুরু হয়েছিলো বলে কত নেতা মানুষরা ত্রাণ সামগ্রী নিয়ে পাড়া মহল্লায় এগিয়ে আসতেন কিন্তু এখন দেড়শ দুইশ জন মানুষ মারা যাচ্ছে এবং প্রতিদিন দশ এগারো হাজার মানুষ নতুন আক্রান্ত হচ্ছে এবং আগের তুলনায় এবার করোনা ভাইরাস সংক্রমণে মৃত্যুর হার অনেক বেশি কিন্তু এবার আর কেউ ত্রাণ সামগ্রী নিয়ে এগিয়ে আসছে না! কারণ এখন আর কোন নির্বাচন নেই! ভাবা যায় কি স্বার্থপর দুনিয়ার মানুষ।

বর্তমানকালে এমনও মধ্যবিত্ত মানুষ আছে যাঁরা হয়তো ঠিকমতো একবেলাও খেতে পায়না! লজ্জা আত্মসম্মানের ভয়ে কারু কাছে হাত পেতে কিছু নিতেও পারেনা সুতরাং তাদের সাথে খারাপ ব্যবহার করার আগে নিজেকে তাদের জায়গায় বসিয়ে দেখুন তাদের জায়গায় আপনি হলে কি করতেন…?

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button