সরকারি চাকরিজীবীদের জন্য সুখবর দিলো ইসলামী ব্যাংক
সরকারি চাকরিজীবদীদের সুখবর দিল বেসরকারি ইসলামী ব্যাংক। এখন থেকে সরকারি কর্মচারীদের ব্যাংকিং ব্যবস্থার মাধ্যমে ইসলামী শরিয়াহ অনুযায়ী বাড়ি ও ফ্ল্যাট নির্মাণে বিনিয়োগ করবে ব্যাংকটি। গত বুধবার অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ ও ইসলামী ব্যাংক বাংলাদেশ একটি সমঝোতা স্মারক-এমওইউ সই করেছে।
রোববার (৪ জুলাই) ইসলামী ব্যাংক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়ে বলেছে, সরকারি কর্মচারীদের ব্যাংকিং ব্যবস্থার মাধ্যমে ইসলামী শরিয়াহ মোতাবেক বাড়ি ও ফ্ল্যাট নির্মাণে বিনিয়োগ দেওয়ার বিষয়ে এই সমঝোতা হয়েছে। অর্থ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোঃ এখলাছুর রহমান এবং ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মুহাম্মদ মুনিরুল মওলা চুক্তিতে সই করেন।
এ সময় ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ কায়সার আলী ও মোঃ ওমর ফারুক খান, উপ ব্যবস্থাপনা পরিচালক আবু রেজা মো. ইয়াহিয়া, সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মুহাম্মদ সাঈদ উল্যাহ এবং এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ এনায়েত উল্লাহ ছিদ্দিকী উপস্থিত ছিলেন।