করোনা ভাইরাস সংক্রমণে অসহায় মানুষের কাছে প্রধানমন্ত্রীর ত্রাণ উপহার পৌঁছে দিচ্ছে জেলা প্রসাশন
কিশোরগঞ্জ প্রতিনিধিঃ
করোনা ভাইরাস সংক্রমণে অসহায় মানুষের কাছে প্রধানমন্ত্রীর ত্রাণ উপহার পৌঁছে দিচ্ছে জেলা প্রসাশন
অদ্য ০৪/৭/২০২১ খ্রি. তারিখে কিশোরগঞ্জ জেলার জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম এর নির্দেশনায় করোনা ভাইরাসজনিত রোগ কোভিড-১৯ এর বিস্তার রোধে সার্বিক কার্যাবলী/ চলাচলে বিধি-নিষেধ আরোপে কর্মহীন হওয়া ব্যক্তিদের হাতে মাননীয় প্রধানমন্ত্রী’র পক্ষ থেকে খাদ্যসামগ্রী
(১০ কেজি চাল, ১ কেজি মশুর ডাল, ৩ কেজি আলু, ১ কেজি লবণ, ১ লিটার তেল)পৌঁছে দেয়া হয়।
গণপরিবহন শ্রমিক, দোকান ও ব্যবসা প্রতিষ্ঠান শ্রমিক, বিধবা ও বসস্ক মহিলাসহ অন্যান্য কর্মহীন মানুষের নিকট উক্ত ত্রাণ দেয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) জনাব মোশতাক সরকার, জেলা আওয়ামী লীগের সম্মানিত সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এম. এ. আফজাল, জেলা আইনজীবী সমিতির সম্মানিত সভাপতি ও বিজ্ঞ পিপি শাহ আজিজুল হক, স্থানীয় নেতৃবৃন্দ ও সাংবাদিকবৃন্দ।
জেলা প্রশাসন, কিশোরগঞ্জের উদ্যোগে মাননীয় প্রধানমন্ত্রীর ত্রাণ উপহার কর্মহীন হওয়া, অসহায় মানুষের কাছে পৌছানোর কার্যক্রম অব্যাহত থাকবে।