হলে ছাত্রলীগের অবস্থান; মধ্যরাতে ঢাবিতে প্রশাসনের অভিযান
ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) হলে ছাত্রলীগ নেতাকর্মীদের অবস্থানের খবর পেয়ে অভিযান চালিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। শনিবার মধ্যরাতে বিশ্ববিদ্যালয়ের শহীদ সার্জেন্ট জহুরুল হক হল ও সলিমুল্লাহ মুসলিম হলে অভিযান চালানো হয়।এ সময় অভিযানের খবর পেয়ে হলে অবস্থানকারীরা পালিয়ে গেলেও তাদের আলামত পায় প্রশাসন। এ সময় দুটি হলের ছয়টি রুম সিলগালা করে হল প্রশাসন।
সিলগালা হওয়া রুমগুলো হলো, জহুরুল হক হলের- ৩০১, ৩০২ ও ৩০৩ নং রুম। সলিমুল্লাহ মুসলিম হলের ২৫, ৩৩ ও ৩৯ রুম।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. এ কে এম গোলাম রাব্বানীর নেতৃত্বে অভিযানে উপস্থিত ছিলেন- দুই হলের প্রভোস্ট, হাউজ টিউটর, প্রক্টরিয়াল টিম ও শাহবাগ থানা পুলিশ।
অধ্যাপক গোলাম রব্বানী বলেন, আমি নিজে ও হল প্রভোস্টদের উপস্থিতে হল দুটিতে অভিযান চালানো হয়। দুই হলের তিনটি করে ছয়টি রুম সিলগালা করা হয়। জহুরুল হক হলে আমাদের অভিযানের খবর পেয়ে তারা পালিয়ে যায় তবে তাদের উপস্থিতির আলামত আমরা পেয়েছি, বাতিও জ্বালানো ছিল। আর সলিমুল্লাহ মুসলিম হলে একজন সাধারণ শিক্ষার্থীকে পাওয়া গেছে প্রভোস্টকে ব্যবস্থা নিতে বলা হয়েছে। অভিযান অব্যাহত থাকবে।
সলিমুল্লাহ মুসলিম হলের প্রভোস্ট অধ্যাপক মুজিবুর রহমান বলেন, আমাদের হলে কেউ অবস্থান করেনি। একজন সাধারণ শিক্ষার্থী তালা দেওয়ার কারণে বের হতে না পারায় অবস্থান করে, তাকে বের করে দেওয়া হয়েছে। সন্ধ্যা ৭টা থেকে হল গেট বন্ধ করে দেওয়া হয়। আমরা নিয়মিত পর্যবেক্ষণ করছি।
শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের প্রভোস্ট অধ্যাপক দেলোয়ার হোসেন বলেন, হলের যেসব রুম অবস্থানের আলামত পাওয়া গেছে সেগুলো সিলগালা করা হয়েছে। আমরা কঠোর অবস্থানে আছি।