জেলার খবর

বাঁশখালী উপজেলা পরিষদের সমন্বয় সভায় করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলায় সবাইকে সতর্ক থাকার আহ্বান

এনামুল হক রাশেদী, বাঁশখালী উপজেলা প্রতিনিধি-(চট্টগ্রাম)

বাঁশখালী উপজেলা পরিষদের সমন্বয় সভায় করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলায় সবাইকে সতর্ক থাকার আহ্বান

চট্টগ্রাম জেলার বাঁশখালী উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভায় করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলায় সর্বস্তরের মানুষকে মাস্ক ব্যবহার বাধ্যতামূলক করা সহ সাধারন জনগনের স্বাস্থ্যবিধি মেনে চলার ক্ষেত্রে স্থানিয় প্রশাসনিক ইউনিট এবং পেশাজীবিদের সক্রিয় ভূমিকা রাখার জন্য সতর্ক করা হয়।
২৪ জুন’২১ ইং বৃহস্পতিবার দুপুর ১২টায় বাঁশখালী অফিসার্স ক্লাব মিলনায়তনে বাঁশখালী উপজেলা সমন্বয় সভা, উপজেলা আইন শৃঙ্খলা ও মানব পাচার প্রতিরোধ কমিটির নিয়মিত পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বাঁশখালী উপজেলা পরিষদ চেয়ারম্যান চৌধুরী মোহাম্মদ গালিব সাদলীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইদুজ্জামান চৌধুরী, সহকারী কমিশনার (ভূমি) মুহাম্মদ মাজহারুল ইসলাম, বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) সফিউল কবির , বাঁশখালী চেয়ারম্যান সমিতির সভাপতি ও কালীপুর ইউপি চেয়ারম্যান আ. ন. ম. শাহাদত আলম, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ড. সমরঞ্জন বড়ুয়া, উপজেলা কৃষি কর্মকর্তা আবু সালেক, উপজেলা মৎস্য কর্মকর্তা উম্মুল ফারা তাসকিয়া, উপজেলা প্রকল্প কর্মকর্তা আবুল কালাম মিয়াজী, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও সাধনপুর ইউপি চেয়ারম্যান মহিউদ্দিন চৌধুরী খোকা, কাথরিয়া ইউপি চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান চৌধুরী, সরল ইউপি চেয়ারম্যান রশিদ আহমেদ চৌধুরী, বাহারছড়া ইউপি চেয়ারম্যান তাজুল ইসলাম, চাম্বল ইউপি চেয়ারম্যান মুজিবুল হক চৌধুরী, ছনুয়া ইউপি চেয়ারম্যান মো. হারুনুর রশিদ, পুকুরিয়া ইউপি চেয়ারম্যান মো. আসহাব উদ্দিন,খানখানাবাদ ইউপি চেয়ারম্যান মো. বদরুদ্দীন, বৈলছড়ি ইউপি চেয়ারম্যান কফিল উদ্দীন, শীলকূপ ইউপি চেয়ারম্যান মো.মহসিন, বাঁশখালী প্রেসক্লাবের সভাপতি উজ্জ্বল বিশ্বাষসহ বিভিন্ন প্রশাসনিক কর্মকর্তা ও বিভিন্ন জনপ্রতিনিধিবৃন্দ। প্রথমে আইন শৃঙ্খলা কমিটির সমন্বয় সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.সাইদুজ্জামান চৌধুরী।

সভায় বক্তারা বলেন, করোনার দ্বিতীয় ঢেউ ভারতীয় ডেলটা ভার্সনের সংক্রমন যেহারে দ্রূত বিস্তার লাভ করছে, এমতাবস্থায় বাঁশখালীর সাধারন জনগন মাস্ক ব্যবহার সহ স্বাস্থ্যবিধি মেনে চলার ক্ষেত্রে উদাসীনতা দেখালে পরিস্থিতি বেসামাল হওয়ার সম্ভাবনা রয়ে যাবে, তাই এখন থেকে বিভিন্ন পেশাজীবি শ্রেনির লোকজন যাতে জনগনকে সচেতন করতে পারে সেব্যাপারে সতর্ক করতে হবে। একিই সাথে বাঁশখালীর উন্নয়নে সবাইকে একযোগে কাজ করতে হবে। সবার আন্তরিকতায় দেশকে সমৃদ্ধশালী করে তুলবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button