টি-টোয়েন্টিতে শ্রীলঙ্কার বিপক্ষে ভারতের সহজ জয়
ওয়ানডে সিরিজের শেষ ম্যাচটি জিতে ঘুরে দাঁড়ানোর বার্তা দিয়েছিল শ্রীলংকা ক্রিকেট দল। কিন্তু সেটি ধরে রাখতে পারল না। টি-টোয়েন্টি ফরম্যাটেও তাদের বেহালদশা। সহজেই ৩৮ রানের ব্যবধানে প্রথম ম্যাচ জিতে লিড নিয়েছে ভারত।
রবিবার রাতে আগে ব্যাট করে ভারত দাঁড় করায় ১৬৪ রানের সংগ্রহ। জবাবে ১৮.৩ ওভারে মাত্র ১২৬ রানেই অলআউট হয়ে গেছে শ্রীলংকা। দুর্দান্ত বোলিং করেছেন দুই পেসার ভুবনেশ্বর কুমার ও দীপক চাহার।
১৬৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই পিছিয়ে পড়তে থাকে স্বাগতিকরা। চার নম্বরে নামা চারিথ আসালাঙ্কা ২৬ বলে ৪৪ ও ওপেনার আভিশকা ফার্নান্দো ২৩ বলে ২৬ রানব্যতীত কেউই বলার মতো ইনিংস খেলতে পারেননি।
ভারতের পক্ষে বল হাতে ৪ উইকেট নিয়েছেন ভুবনেশ্বর। তিনিই জিতেছেন ম্যাচসেরার পুরস্কার। চাহারের শিকার ২টি উইকেট।
এর আগে ভারতকে লড়াকু সংগ্রহ এনে দেয়ার কৃতিত্ব ওয়ানডেতে সিরিজসেরার পুরস্কার জেতা সূর্যকুমার যাদবের। চার নম্বরে নেমে ৫ চার ও ২ ছয়ের মারে খেলেছেন ৩৪ বলে ৫০ রানের ইনিংস।
এ ছাড়া অধিনায়ক শিখর ধাওয়ান ৩৬ বলে ৪৬, সানজু স্যামসন ২০ বলে ২৭ ও তরুণ ইশান কিশান ১৪ বলে ২০ রানের ক্যামিও খেলে দলকে ১৬৪ রানে নিয়ে যান।