সেনবাগে সাব রেজিষ্ট্রার ও দলিল লিখক সমিতির পাল্টাপাল্টি অভিযোগ
মোঃ ফখর উদ্দিন, নোয়াখালী প্রতিনিধিঃ
সেনবাগে সাব রেজিষ্ট্রার ও দলিল লিখক সমিতির পাল্টাপাল্টি অভিযোগ
নোয়াখালীর সেনবাগে সাব-রেজিস্ট্রার ও দলিল লিখক সমিতি একে অপরের বিরুদ্ধে পাল্টাপাল্টি অভিযোগ করেন। উপজেলা সাব-রেজিস্টার তানিয়া তাহেরের বিরুদ্ধে অনিয়ম,দলিল লিখকদের সঙ্গে অসদাচরণ,ঘুষ দাবী,দলিল লিখকদের সনদ পত্র বাতিলের হুমকি প্রদানের অভিযোগ উঠেছে।লিখকদের বিরুদ্ধে আনীত অভিযোগ প্রত্যাহারের দাবীতে কর্মবিরতি শুরু করেছে সেনবাগ দলিল লিখক সমিতি।
গত ২০ই জুন রবিবার সকাল সাড়ে ১১টার সময় সেনবাগ সাব-রেজিস্ট্রার অফিস সংলগ্ন দলিল লিখক সমিতির কার্যালয়ে ভারপ্রাপ্ত সভাপতি এম তালেবুজ্জামানের সভাপতিত্বে প্রতিবাদ সভায় এই কর্মবিরতি ঘোষণা করা হয়।সভায় লিখকদের বিরুদ্ধে আনীত অভিযোগ প্রত্যাহার সহ অফিসের অনিয়ম ও অসদাচরণ বন্ধ না করা পর্যন্ত ২১ শে জুন সোমবার হইতে অনির্দিষ্টকালের কর্মবিরতি ঘোষণা করেছেন দলিল লিখক সমিতির সাধারণ সম্পাদক আইনুল হক বাহাদুর।
অপরদিকে, সেনবাগ সাব-রেজিস্ট্রার তানিয়া তাহের তার বিরুদ্ধে আনীত অভিযোগগুলো মিথ্যা,বানোয়াট ও ভিত্তিহীন বলে দাবী করে তিনি বলেন,সন্ধ্যা ৭টা পর্যন্ত দলিল রেজিস্ট্রি করার পরও আরও দলিল রেজিষ্ট্রি করার জন্য দলিল লিখকগণ তাকে অবরুদ্ধ করে রাখার কথা জানান।
দলিল লিখক ও অফিস সুত্রে জানা যায়,চলতি বছরের মার্চ মাসে কবিরহাট উপজেলার সাব রেজিষ্ট্রার তানিয়া তাহের সেনবাগে সপ্তাহে দুই দিন সোমবার -মঙ্গলবার অফিস করেন।
গত দুই সপ্তাহ ধরে ডেপুটেশনে থাকা সাব রেজিষ্ট্রারের সাথে দলিল লিখকদের উত্তেজনা চলে আসছে। উল্লেখ্য যে, দলিল লিখক আলী হোসেন জানান,গত ৭ই জুন রবিউল ইসলাম রিফাত (নাবালক) ও লতিফা আক্তার মিমি (নাবালিকা) এর পক্ষে অভিভাবক নিযুক্ত হয়ে মাতা শাহিদা আক্তার ধাত্রী,ইস্রাফিল ভূঁইয়া গ্রহীতা দলিলটি সাব রেজিষ্ট্রার বরাবরে দাখিল করলে সাব রেজিষ্ট্রার তানিয়া তাহের বলেন, বন্টন নামা,হেবা ঘোষণা,দানের ঘোষণা,নাদাবী পত্র,অছিয়তনামা, উইল এবং নাবালক -নাবালিকার দলিল রেজিষ্ট্রি করতে পূর্বেই কথা বলে নিতে হয় কিন্ত দলিল লিখক যে দলিলটির জন্য ১৫ হাজার টাকা সাব রেজিষ্ট্রার দাবী করেছেন বলে অভিযোগ করেন তা তিনি অস্বীকার করেন এবং উক্ত দলিলের যে সমস্যাটি ছিল তা সমাধান করে আনার পর তিনি দলিলটি ঐ দিনই রেজিষ্ট্রি করেন বলে এ প্রতিনিধিকে জানান।
অফিসে অচলাবস্থার কথা জানতে চাইলে সাব রেজিষ্ট্রার তানিয়া তাহের দুই সপ্তাহ ধরে অফিসে অচলাবস্থার সত্যতা নিশ্চিত করে আবারও জানান- তার বিরুদ্ধে আনীত অভিযোগগুলো সম্পূর্ণ মিথ্যা,বানোয়াট ও ভিত্তিহীন। তার সাথে অসদাচরণের জন্য দুই লিখক আলী হোসেন রতন ও কাজী মোহাম্মদ হুমায়ুন কবির এর বিরুদ্ধে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট লিখিত অভিযোগ দেয়ার কথা তিনি জানান।