সাভারে সাবেক ছাত্রললীগ নেতার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদ
রনজিত কুমার পাল (বাবু) স্টাফ রিপোর্টারঃ
সাভারে সাবেক ছাত্রললীগ নেতার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদ
সাভারে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছে সাভার মডেল কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি মাসুম দেওয়ান।
বুধবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি এক ভিডিও বার্তার মাধ্যমে এই অপপ্রচারের তীব্র প্রতিবাদ জানান।
তিনি বলেন, আমি মাসুম দেওয়ান সাভার পৌরসভার কুলিবিটের ইজারাদার।
গত ১৪ এপ্রিল থেকে পৌরসভার কুলিবিটের কার্যক্রম শুরু হয়েছে। তবে একটি কুচক্রী মহল আমার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। আমি ওই মহলের দৃষ্টি আকর্ষণ করে বলছি, প্রশাসনের ভাইয়েরা আমাকে টাকা আদায়ের বিষয়ে থানায় ডেকে নিয়ে যায়।
পরে আমি ইজারার কাগজ দেখায়। পরে তারা যাচাই বাছাই করে বুঝতে পারে যে আমি সঠিক ও ন্যায়ের পক্ষে। পরবর্তীতে তারা আমকে বিভিন্ন নির্দেশনা দেয়। কিছু কতিপয় ব্যক্তি যারা আমার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে তারা সঠিক তথ্য যাচাই বাছাই করে প্রচার করবেন।
এসব অপপ্রচার চালানো বন্ধ করুন। তা না হলে আমি আইন গত ব্যবস্থা গ্রহণ করতে বাধ্য হব। তিনি আরও বলেন, কুচক্রী মহল যারা বলছে আমি সাভার মডেল কলেজ ছাত্রলীগের মেয়াদোত্তীর্ণ কমিটির সভাপতি। তাদের উদ্দেশ্য বলছি, আমি মেয়াদোত্তীর্ণ কমিটির সভাপতি না সাবেক সভাপতি। ইতিমধ্যে সম্মেলনের মাধ্যমে নতুন কমিটি দেওয়া হয়েছে। সম্মেলনের পর থেকে আমি নিজেকে সাবেক সভাপতি হিসেবে পরিচয় দিয়ে আসছি।