জেলার খবর

বিশেষ ক্ষণে শুভ বিবাহের রাজসাক্ষী হলেন চাকুরীজীবি এবং ব্যবসায়ী বন্ধু মহল

বিজয় চন্দ্র সরকার, জেলা প্রতিনিধি-(কিশোরগঞ্জ)

বিশেষ ক্ষণে শুভ বিবাহের রাজসাক্ষী হলেন চাকুরীজীবি এবং ব্যবসায়ী বন্ধু মহল

রাজা রামমোহন রায় সনাতন ধর্মালম্ভীদের জন্য শতিদাহ প্রথার বিলুপ্ত ঘটিয়ে বিধবা বিবাহ প্রথা চালু করে গেছেন ঠিকই কিন্তু বিধবা বিবাহ দেখার সৌভাগ্য তার হয়নি! বিশেষ ক্ষণে গতকাল ঘটেগেল কিশোরগঞ্জের ষ্টেশন রোডের সকল ব্যবসায়ী এবং চাকুরিজীবী বন্ধু বান্ধবরা বিধবা বিবাহ স্বচক্ষে দেখলেন শ্রীশ্রী কালীবাড়ি অঙ্গন কিশোরগঞ্জে এবং সেই বিধবাবিবাহের রাজসাক্ষী হয়ে রইলেন ২১/০৬/২০২১ রোজ সোমবার।

ঐ বিবাহ আসরের পাত্র কিশোরগঞ্জ জেলা সদরের স্টেশন রোডস্থ অঙ্কনা জুয়েলার্স এন্ড অঙ্কনা সিটি গোল্ড এর মালিক শ্রীমান ঝন্টু রায় এবং পাত্রী তারই আপন বড় ভাইয়ের রেখে যাওয়া বিধবা স্ত্রী শ্রীমতি মনি রায়কে স্ত্রী হিসাবে গ্রহণ এবং তাদের দুই কন্যাকে মেয়ে হিসাবে মেনে নিলেন।

প্রথমে কোর্টের মাধ্যমে কোর্টম্যারিজ হয়, রোটারি পাবলিকে অ্যাডভোকেট বিলাশ বিশ্বাস এর মাধ্যমে এবিডেবিট করার পর বাংলাদেশ সরকারের নিয়ম অনুযায়ী সনাতন ধর্মাবলম্বীদের জন্য বিবাহ নিবন্ধন আইন চালু করা হয়েছে। সেই বিবাহ নিবন্ধন ও সম্পর্ণ করেন খরমপট্টির শ্যামল চন্দ্র রায়, এরপর কিশোরগঞ্জ কালীবাড়ি অঙ্গনে পুরোহিত শ্রী টগর চক্রবর্তীর পুরোহিতের মাধ্যমে এবং উপস্থিত লোকজনের উপস্থিতিতে বিবাহ কার্য্য সুসম্পুর্ণ করা হয়।

এতে করে বিবাহের মাধ্যমে একজ নারী ফিরে পেলেন তার স্বামী সহ স্বর্গীয়সুখ আর অসহায় সন্তানেররা ফিরে পেলেন তাদের বাবাকে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button