নির্বাচনি এলাকায় সোমবার ব্যাংক বন্ধ থাকবে
বাংলাদেশ ব্যাংকের এক সার্কুলারে বলা হয়, নির্বাচনি এলাকাধীন যেসব স্থাপনা ভোটকেন্দ্র হিসেবে ব্যবহার বা নির্বাচনি কার্যক্রমের জন্য নির্ধারণ করা হয়েছে সে সকল স্থাপনায় তফসিলি ব্যাংকের সকল শাখা বন্ধ থাকবে।
লক্ষ্মীপুর-২ আসনের উপ-নির্বাচন, ঝালকাঠি পৌরসভা ও দিনাজপুরের সেতাবগঞ্জ পৌরসভার সাধারণ নির্বাচনসহ সারা দেশে ২০৪ ইউনিয়নের নির্বাচন উপলক্ষে নির্বাচনি এলাকায় তফসিলি ব্যাংকের সব শাখা সোমবার বন্ধ থাকবে।
রোববার বাংলাদেশ ব্যাংকের অফ-সাইট সুপারভিশন বিভাগ এ সংক্রান্ত সার্কুলার জারি করে সব তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তার কাছে পাঠিয়েছে ।
সার্কুলারে বলা হয়, নির্বাচনি এলাকাধীন যেসব স্থাপনা ভোটকেন্দ্র হিসেবে ব্যবহার বা নির্বাচনি কার্যক্রমের জন্য নির্ধারণ করা হয়েছে সে সকল স্থাপনায় তফসিলি ব্যাংকের সকল শাখা বন্ধ থাকবে।
সার্কুলারে নির্বাচনি এলাকায় ব্যাংকের শাখায় কর্মরত ভোটারদের ভোটাধিকার প্রয়োগের সুযোগ দিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অনুরোধ করা হয়েছে।