জেলার খবর

রূপগঞ্জে সকল বিট পুলিশিং কার্যালয়ে নারী ধর্ষণ ও আত্মহত্যা বিরোধী সমাবেশ।

নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ

রূপগঞ্জে সকল বিট পুলিশিং কার্যালয়ে নারী ধর্ষণ ও আত্মহত্যা বিরোধী সমাবেশ।

নারায়ণগঞ্জে রূপগঞ্জে অনুষ্ঠিত হলো। সারাদেশের ন্যায় মানববন্ধ প্রতিবাদ কর্মসূচি প্রেসক্লাবের সভাপতি লায়ন মীর আব্দুল বলেন।ধর্ষকদের গ্রেপ্তার করা হচ্ছে।

আমরা ঘরে বসে নেই প্রতিবাদ কর্মসূচি পালন করে যাচ্ছি ধর্ষকদের বয়কট করুন তাদের প্রশাসনের হাতে তুলে দিন আমরা তাদের ফাঁসি চাই ফাঁসি।

ধর্ষণ প্রতিরোধে পুলিশ তৎপর আছে। তবে তা ঠেকাতে সামাজিক সচেতনতা দরকার। ধর্ষণ ও নারী নির্যাতনের বিরুদ্ধে জনসচেতনতা তৈরির লক্ষ্যে সারা দেশে সমাবেশ করেছে বাংলাদেশ পুলিশ।

শনিবার দেশব্যাপী ৬ হাজার ৯১২টি বিট পুলিশিং এলাকায় ধর্ষণ ও নারী নির্যাতনবিরোধী এ সমাবেশের আয়োজন করা হয়। সমাবেশে সংশ্লিষ্ট বিট এলাকার উল্লেখযোগ্যসংখ্যক নারী, জনপ্রতিনিধি, শিক্ষক, স্থানীয় বাসিন্দাসহ সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। আজ বেলা ১০টা থেকে

১২টা পর্যন্ত চলে সমাবেশ। এতে পুলিশ সদস্যরা অংশ নেন। রূপগঞ্জ থানার বিভিন্ন ইউনিয়নে দেখা যায়, বিভিন্ন ব্যানার–ফেস্টুন নিয়ে নারী-পুরুষের অংশগ্রহণে এমন যুগোপযোগী কর্মসূচির আয়োজন। ‘নারী ধর্ষণ ও নির্যাতন বন্ধ করি, নারীবান্ধব দেশ গড়ি’‘বন্ধ হোক নারী নির্যাতন, নিশ্চিত হোক দেশের উন্নয়ন’ প্রভৃতি লেখা ব্যানার-ফেস্টুন দেখা যায় তাঁদের হাতে। সমাবেশে অংশগ্রহণকারীরা ধর্ষণ ও নারী নির্যাতনের বিরুদ্ধে এগিয়ে আসার আহ্বান জানান।

আয়োজন করা হয়েছে। মুড়াপাড়া বর্তমান চেয়ারম্যান স্থানীয় বাসিন্দা, শিক্ষক,সহ মহিলা যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবকলীক রাজনীতিবিদ নেতা কর্মীসহ রূপগঞ্জ প্রেসক্লাবের সাংবাদিকরা ও সাধারণ মানুষ মানববন্ধে অংশ নেন।

উপজেলা চেয়ারম্যান শাহজাহান ভুঁইয়া বলেন। ‘নির্যাতিত মা-বোনদের পাশে আমরা আছি। ইতিমধ্যে আইন সংশোধন করে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড করা হয়েছে। একটি মামলায় এরই মধ্যে ৫ জনের ফাঁসিও হয়েছে। এতে আমাদের মধ্যে আশার সঞ্চার করেছে। চেয়ারম্যান হিসেবে আমরা বিবৃতি লজ্জিত, বক্তব্যের মাধ্যমে জনমত সৃষ্টিতে কাজ করবো।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button