জেলার খবর

সুনামগঞ্জের জেলার ছাতক নোয়ারাই ইউনিয়নের নির্বাচন ২১ জুন

আব্দুছ ছালাম শাকিল, জেলা প্রতিনিধি-(সুনামগঞ্জ)

সুনামগঞ্জের জেলার ছাতক নোয়ারাই ইউনিয়নের নির্বাচন ২১ জুন

সুনামগঞ্জ জেলার ছাতকের নোয়ারাই ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে ২১জুন। এ নির্বাচনকে সামনে রেখে এখানে প্রচার-প্রচারণায় মেতে উঠেছেন প্রার্থীরা। প্রচারণায় ব্যস্ত প্রার্থীরা প্রচারাভিযান চালিয়ে যাচ্ছেন ইউনিয়নের হাটে, মাঠে, পয়েন্টে ও গ্রামে। নির্বাচনের আর মাত্র তিনদিন বাকি। প্রার্থীরা এখন শেষ ধাপের প্রচারনা বিরামহীনভাবে চালিয়ে যাচ্ছেন। এ ইউনিয়নে চেয়ারম্যান পদে নবীণ-প্রবীণদের লড়াই চলছে। উত্তপ্ত হয়ে উঠছে নির্বাচনী মাঠ।

নোয়ারাই ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী রয়েছেন ৫ জন। সাধারণ সদস্য পদে ৪২ জন ও নারী সদস্য পদে ১৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন। গত ১১ ই এপ্রিল এ ইউনিয়নের নির্বাচন হওয়ার কথা থাকলে ও মহামারী করোনার কারনে নির্বাচন পিছিয়ে দেয়া হয়। আগামী ২১ শে জুন সোমবার ছাতকের নোয়ারাই ইউনিয়ন ও সিংচাপইড় ইউনিয়নে ভোট গ্রহন অনুষ্ঠিত হবে।

নোয়ারাই ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান দেওয়ান পীর আব্দুল খালেক রাজা চশমা প্রতীক নিয়ে নির্বাচনী মাঠে প্রচারণায় রয়েছেন। বিগত নির্বাচনেও চশমা প্রতীক নিয়ে তিনি বিজয়ী হয়েছিলেন। এ নির্বাচনে পদটি ধরে রাখতে সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন তিনি। ইউনিয়নে আ’লীগ মনোনীত প্রার্থী আফজাল আবেদিন আবুল নৌকা প্রতীক নিয়ে লড়ছেন। তিনি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান। বিগত নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে বর্তমান চেয়ারম্যান দেওয়ান পীর আব্দুল খালেক রাজার কাছে হেরে যান তিনি।

চেয়ারম্যান পদটি পুনরুদ্ধার করতে চান তিনি। এ ছাড়া আ’লীগের আরেক নেতা সামছুর রহমান ঘোড়া প্রতীক নিয়ে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দিতা করছেন। বিএনপি স্হানীয় সরকারের নির্বাচন বর্জন করলেও এ ইউনিয়নে বিএনপি নেতা মোশাররফ হোসেন আনারস প্রতীক নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দিতায় রয়েছেন। স্বতন্ত্র প্রার্থী হিসেবে নাসির উদ্দিন মোটরসাইকেল প্রতীক নিয়ে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতায় নেমেছেন। নির্বাচনের আর মাত্র তিনদিন বাকি। শেষপ্রচারণায় প্রার্থীরা। প্রার্থীদের মধ্যে শেষ হাসি কে হাসছেন এর অপেক্ষায় ইউনিয়নবাসী।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button