চুনারুঘাট উপজেলার পৌর এলাকার বিপণিবিতান সমূহে স্বাস্থ্যবিধি মেনে চলা নিশ্চিতকরণে ভ্রাম্যমান আদালতের অভিযান
ডেস্ক রিপোর্টঃ
চুনারুঘাট উপজেলার পৌর এলাকার বিপণিবিতান সমূহে স্বাস্থ্যবিধি মেনে চলা নিশ্চিতকরণে ভ্রাম্যমান আদালতের অভিযান
চুনারুঘাট উপজেলার পৌর এলাকায় বিপণিবিতান সমূহে স্বাস্থ্যবিধি মেনে চলা নিশ্চিত করতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়। এ সময় স্বাস্থ্যবিধি না মেনে দোকান পরিচালনা করায় অশ্বিনী বস্ত্র বিতান, জননী ফ্যাশন ও বধুয়া বস্ত্র বিতান বন্ধ করে দেয়া হয় এবং মাস্ক পরিধান না করায় ৪ জন ব্যক্তি কে ২০০০ টাকা অর্থদন্ড আরোপ করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) জনাব মিলটন চন্দ্র পাল। সার্বিক সহযোগিতায় ছিল চুনারুঘাট থানা পুলিশের একটি টিম।
এ সময় সকল বিপণি বিতানগুলোকে স্বাস্থ্যবিধি মেনে দোকান পরিচালনা করার জন্য সতর্ক করা হয় অন্যথায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আরও কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। মাস্ক বিহীন ক্রেতাদের নিকট কোন পণ্য বিক্রয় না করার জন্য সকল দোকান মালিকদের কে অনুরোধ করা হলো।