জেলার খবর

দোয়ারাবাজারে মা ও শিশুর স্বাস্থ্য সুরক্ষা সচেতনতা বিষয়ক কর্মশালায় বক্তারা-‘হাসপাতালে মা ও শিশু সুরক্ষা স্বাস্থ্যসেবা আছে কাগজে ও কর্মশালায়, বাস্তবে কিছুই নেই’

দোয়ারা উপজেলা প্রতিনিধি-(সুনামগঞ্জ)

দোয়ারাবাজারে মা ও শিশুর স্বাস্থ্য সুরক্ষা সচেতনতা বিষয়ক কর্মশালায় বক্তারা-‘হাসপাতালে মা ও শিশু সুরক্ষা স্বাস্থ্যসেবা আছে কাগজে ও কর্মশালায়, বাস্তবে কিছুই নেই’

”মা ও শিশুর সুরক্ষা চাই, স্বাস্থ্য কেন্দ্রে প্রসব করাই” এই শ্লোগানকে সামনে রেখে দোয়ারাবাজারে মা ও শিশুর স্বাস্থ্য সুরক্ষা সচেতনতা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হল রোমে সচেতনতা মূলক কর্মশালা অনুষ্ঠিত হয়। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এর আয়োজনে পায়াক্ট বাংলাদেশে এবং অদ্রিতা ভিজ্যুয়াল এর সহযোগিতায় শনিবার সকালে উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডা.মো.দেলোয়ার হোসেনের সভাপতিত্বে পায়ক্ট বাংলাদেশের প্রোগ্রাম অগ্রানাইজার মো.শাহাবুদ্দিন এর সঞ্চালনায় কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা ডা. মো. আব্দুর রহিম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা দেবাংশু কুমার সিংহ, দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ দেবদুলাল ধর, সদর ইউপির সাবেক চেয়ারম্যান আবদুল খালেক, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো.নুরুল ইসলাম, মেডিক্যাল অফিসার ডা. মো.আল আমিন, ডা. সিফাত আরা সমরিন, ডা.লুৎফুন নাহার মৌসুমি, ডা.দিপা সরকার, সিনিয়র স্টাফ নার্স পুষ্পরানী দাস, সীমান্তিক মা মনি এমএনসিএসপি এর উপজেলা সমন্নয়কারী মিজানুর রহমান, ইসলামি ফাউন্ডেশন প্রতিনিধি মাঃ জিয়া উদ্দিন প্রমুখ।

এসময় প্রধান অতিথি’র বক্তব্যে উপজলা পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা ডাঃ আবদুর রহিম বলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্যসেবার মান আরও বাড়াতে হবে। মা ও শিশু’র স্বাস্থ্য সুরক্ষায় আন্তরিকভাবে কাজ করা উচিত।

বর্তমানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর সেবা নিয়ে বিরুপপ্রতিক্রিয়া ব্যক্ত করে বিশেষ অতিথি’র বক্তব্য আবদুল খালেক বলেন, ‘হাসপাতালে মা ও শিশু সুরক্ষা স্বাস্থ্যসেবা বন্ধী আছে কাগজে ও কর্মশালায়, বাস্তবে কিছুই নেই। গর্ভবতী মায়েদের প্রসবসেবা তো দূরের কথা বিভিন্ন অজুহাতে রোগী আসলে পাঠিয়ে দেয়া হয় সিলেটে। বর্তমান সরকার স্বাস্থ্যখাতে অনেক বরাদ্দ দিয়েছে। অবকাঠামো উন্নয়নে পাল্টে গেছে হাসপাতালের চিত্র। কিন্তু স্বাস্থ্যসেবার কাং খিত উন্নয়ন হয়নি। আমরা স্বাস্থ্যসেবার আরও উন্নয়ন চাই।’

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button