বগুড়ায় বিষাক্ত গ্যাস ট্যাবলেট খেয়ে মা-ছেলের মৃত্যু।
বগুড়ার দুপচাঁচিয়া উপজেলায় গ্যাস ট্যাবলেট খেয়ে মা ও ছেলের মৃত্যু হয়েছে।
বুধবার (১০ জুন) বিকেলে উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের আমষট্ট হিন্দু পাড়ায় এ ঘটনা ঘটে।
আমষট্ট হিন্দু পাড়ার নিতাই চন্দ্রের স্ত্রী সরস্বতী (৪৫) ও তার ছেলে রবীন্দ্র (২২) নামে নিহত হয়েছে।
জানা যায়, বুধবার দুপুরে পারিবারিক বিষয় নিয়ে নিতাই চন্দ্রের সঙ্গে তার স্ত্রী ও ছেলের কথা কাটাকাটি হয়। এরপর বিকেলে মা ও ছেলে সবার অজান্তে এক সঙ্গে পুকুরে প্রয়োগ করা বিষাক্ত গ্যাস ট্যাবলেট খেয়ে অসুস্থ হয়ে পড়েন। এরপর প্রতিবেশীরা তাদের উদ্ধার করে স্থানীয়ভাবে চিকিৎসা করার সময় সরস্বতী মারা যান। পরে ছেলে রবীন্দ্রকে গুরুতর অসুস্থ অবস্থায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যায় তারও মৃত্যু হয়।
দুপচাঁচিয়া থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ (ওসি) মো. মিজানুর রহমান গণমাধ্যম কর্মীদের জানান, নিহত মা-ছেলের মরদেহ বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা হয়েছে।