জেলার খবর

বগুড়ার আদমদীঘিতে সওজের অবৈধ স্থাপনা উচ্ছেদ

বিকাশ চন্দ্র, বগুড়া প্রতিনিধিঃ

বগুড়ার আদমদীঘিতে সওজের অবৈধ স্থাপনা উচ্ছেদ

বগুড়ার আদমদীঘিতে রাস্তার দুপাশে গড়ে ওঠা অবৈধ স্থাপনার উচ্ছেদ অভিযান শুরু করেছে সড়ক ও জনপথ বিভাগ (সওজ)।

১০ জুন বৃহস্পতিবার বেলা ১২টায় উপজেলার রহিম উদ্দীন ডিগ্রি কলেজ এলাকা থেকে মুরইল বাজার পর্যন্ত পাকা-আধাপাকা ও দোকান মিলে প্রায় ৩ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে সওজ ও জনপথ কর্তৃপক্ষ।

উচ্ছেদ অভিযানটি পরিচালনা করেন বগুড়া সড়ক ও জনপথের (সওজ) নির্বাহী প্রকৌশলী মোঃ আশরাফুজ্জামান। এ অভিযানে সহযোগিত করেন পুলিশ, ফায়ার সার্ভিস, বিদ্যুৎ বিভাগ, আর্মড পুলিশ ব্যাটালিয়ন। জানা যায়, সড়ক ও জনপথের জায়গায় দীর্ঘদিন ধরে কেউ ক্ষমতার জোরে, কেউবা কৌশলে অবৈধভাবে দখল করে রেখেছিল। তারই ধারাবাহিকতায় বৃহস্পতিবার থেকে সওজ কর্তৃপক্ষের নির্দেশে অবৈধ দখলদারদের উচ্ছেদ অভিযান শুরু হয়।

উচ্ছেদের আগে অবৈধ স্থাপনা সরিয়ে নেওয়ার জন্য ওই এলাকায় নোটিশ ও মাইকিং করে প্রচারণা চালানো হয়েছিল। কিন্তু অবৈধভাবে গড়ে তোলা স্থাপনা সরিয়ে না নেওয়ায় বুলডোজার দিয়ে উচ্ছেদ অভিযান শুরু করা হয়।

এ সময় আদমদীঘি ফায়ার সার্ভিসের অফিসার ইনচার্জ মিজানুর রহমান, বগুড়া আর্মড পুলিশ ব্যাটালিয়নের উপ পরিদর্শক সামছুল হক, থানার পুলিশ সদস্য ও বিদ্যুৎ বিভাগের লোকজন উপস্থিত ছিলেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button