মহেশপুর ইউনিয়ন ছাত্রলীগের পক্ষ থেকে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়ছে
সাদ্দাম উদ্দীন রাজ, নরসিংদী প্রতিনিধিঃ
মহেশপুর ইউনিয়ন ছাত্রলীগের পক্ষ থেকে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়ছে
নরসিংদী রায়পুরা মহেশপুর ইউনিয়ন ছাত্রলীগের পক্ষ থেকে বুক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়।আজ সকালে এই কর্মসূচি পালন করা হয়ছে।
৫ জুন বিশ্ব পরিবেশ দিবস-২০২১ এবং বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী উপলক্ষ্যে দেশব্যাপী বাংলাদেশ ছাত্রলীগের বৃক্ষরোপণ কর্মসূচি’র অংশ হিসেবে রায়পুরা উপজেলা ছাত্রলীগের নির্দেশক্রমে মহেশপুর ইউনিয়ন ছাত্রলীগের পক্ষ থেকে মহেশপুর দারুল কোরআন হাফিজিয়া মাদ্রাসায় বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়। দিবসটি বিশ্বের বা একটি নির্দিষ্ট দেশের সম্মুখীন পরিবেশগত সমস্যা সম্পর্কে বিশ্বব্যাপী সচেতনতা সৃষ্টি করতে পালন করা হয়।
১৯৬৮ সালের ২০ মে জাতিসংঘের অর্থনীতি ও সামাজিক পরিষদের কাছে একটি চিঠি পাঠায় সুইডেন সরকার। চিঠির বিষয়বস্তু ছিল প্রকৃতি ও পরিবেশ দূষণ সম্পর্কে তাদের গভীর উদ্বেগের কথা। সে বছরই জাতিসংঘের পক্ষ থেকে পরিবেশ রক্ষার বিষয়টি সাধারণ অধিবেশনের আলোচ্যসূচিতে অন্তর্ভুক্ত করা হয়। পরের বছর জাতিসংঘের পক্ষ থেকে পরিবেশ রক্ষার বিষয়ে বিস্তারিত আলোচনা এবং সমাধানের উপায় খুঁজতে সদস্যরাষ্ট্রগুলোর সম্মতিতে সুইডেনের রাজধানী স্টকহোমে ১৯৭২ সালের ৫ থেকে ১৬ জুন জাতিসংঘ মানব পরিবেশ সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনটি ইতিহাসের প্রথম পরিবেশ-বিষয়ক আন্তর্জাতিক সম্মেলনের স্বীকৃতি পায়।
১৯৭৩ সালে সম্মেলনের প্রথম দিন ৫ জুনকে জাতিসংঘ ‘বিশ্ব পরিবেশ দিবস’ হিসেবে ঘোষণা দেয়। ১৯৭৪ সাল থেকে প্রতিবছর দিবসটি বিশ্বব্যাপী পালিত হয়ে আসছে।
সবুজ গাছ,সবুজ প্রাণ সবুজ দেশ।সবুজ বনই বাঁচিয়ে রাখবে এই বিশ্ব পরিবেশ।