জেলার খবর

চাঞ্চল্যকর মহিউদ্দিন প্রবাল হত্যা মামলার দুই আসামীকে গ্রেফতার করেছে ভৈরব RAB-১৪

সাদ্দাম উদ্দীন রাজ, নরসিংদী প্রতিনিধিঃ

চাঞ্চল্যকর মহিউদ্দিন প্রবাল হত্যা মামলার দুই আসামীকে গ্রেফতার করেছে ভৈরব র‌্যাব-১৪

বর্তমানে সারা দেশে কিশোর গ্যাং কালচার ভয়াবহ আকার ধারণ করেছে। সময়ের সাথে তাদের অপরাধের ধরণও পাল্টে যাচ্ছে। এলাকায় আধিপত্য বিস্তার, মাদক ব্যবসা, দখলবাজ, চাঁদাবাজি, চুরি-ছিনতাই থেকে শুরু করে খুনাখুনিসহ নানা রকম অপরাধে কিশোর-তরুণরা জড়িয়ে পড়ছে।

গত ০১ জুন কিশোরগঞ্জের ভৈরব থানাধীন কমলপুর দূর্জয় মোড় এলাকার সরদার হোটেলের পিছনে কিশোর গ্যাং কর্তৃক এ কে এম মহিউদ্দিন ভূঁইয়া প্রবাল খুন হয়।

এরই ধারাবাহিকতায় র‌্যাব-১৪ সিপিসি-৩ এর গোয়েন্দা সদস্য এবং আভিযানিক দল গত ০১ জুন থেকেই গোয়েন্দা নজরদারি করা শুরু করে। এর ফলে ০৪ জুন প্রবাল হত্যা মামলার অন্যতম আসামী রাজন (২৬) ও তৌহিদ (২৫) উভয়কে গ্রেফতার করতে সক্ষম হয়। আসামীদ্বয়ের বাড়ি ভৈরবের কমলপুর দূর্জয় মোড় এলাকাতেই।

উক্ত আসামীদেরকে কিশোরগঞ্জ জেলার ভৈরব থানার মামলা নং-০৬,তারিখ-০৩/০৬/২০২১,ধারা-১৪৩/৩০২/২০১/৩৭৯/৩৪ পেনাল কোড মূলে গ্রেফতার দেখিয়ে ভৈরব থানায় হস্তান্তর প্রক্রিয়াধীন রয়েছে।

এছাড়া অন্যান্য আসামীদের গ্রেফতারে র‌্যাবের নিরবিচ্ছিন্ন গোয়েন্দা নজরদারি ও অভিযান অব্যাহত রয়েছে বলে জানা গেছে। জানা যায়, বৃহস্পতিবার সন্ধ্যায় নিহত প্রবালের বাবা হোসেন ভূইয়া বাদী হয়ে ভৈরব থানায় ৬ জনের বিরুদ্ধে মামলা করেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button